১১২
                 তাল :দাদ্‌রা        

আমি আছি ব'লে দুখ পাও তুমি আমি যাব চ'লে
এবার ঘুমাও প্রদীপের কাজ শেষ হয়ে গেছে জ্ব'লে

               আর আসিবে না কোন অশান্তি
               আর আসিবে না ভয়ের ভ্রান্তি
আর ভাঙিব না ঘুম নিশীথে গো 'জাগো প্রিয়া জাগো' ব'লে

হয়তো আবার সুদূর শূন্য আকাশে বাজিবে বাঁশি,
গোপী-চন্দন গন্ধ আসিবে বাতায়ন পথে ভাসি'।

               চম্পার ডালে বিরহী পাপিয়া   
              
'পিয়া পিয়া' ব'লে উঠিবে ডাকিয়া
বৃন্দাবন কি ভাসিবে(আবার) সেদিন রোদন-যমুনা জলে       


১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র: ১৯৫০ খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে কলম্বিয়া থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়। রেকর্ড নম্বর ছিল G.E-7824শিল্পী: ধনঞ্জয় ভট্রাচার্য।
                       
৩. রচনাকাল:  প্রকাশকালের সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৯ বৎসর।

৪. প্রাসঙ্গিক পাঠ: 
                  
                      
৫. সুরকার: দুর্গা সেন।
                                                                         ( অসমাপ্ত)
৬. স্বরলিপিকার:

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
    গ্রহস্বর :
    পর্যায় :
     তাল :