১১৩ দাদরা আমি চাঁদ নহি, চাঁদ নহি অভিশাপ শূন্য হৃদয়ে আজো নিরাশায় আকাশে করি বিলাপ॥ শত জনমের অপূর্ণ সাধ ল’য়ে আমি গগনে কাঁদি গো ভুবনের চাঁদ হয়ে জোছনা হইয়া ঝরে গো আমার অশ্রু বিরহ-তাপ॥ কলঙ্ক হয়ে বুকে দোলে মোর তোমার স্মৃতির ছায়া এত জোছনায় ঢাকিতে পারিনি তোমার মধুর মায়া। কোন্ সে সাগর মন্থন শেষে মোরে জড়াইয়া যেন উঠেছিলে প্রেমভোরে হায় তুমি গেছ চ’লে বুকে তবু দোলে তব অঙ্গের ছাপ॥ |
|
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
২. রেকর্ড সূত্র: ১৯৪১ খ্রিষ্টাব্দের এইচ.এম.ভি থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়। রেকর্ড নম্বর ছিল
- শিল্পী: কমল দাশগুপ্ত । [শ্রবণ নমুনা]৬. স্বরলিপিকার:
৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: