১১৯
                তাল : দাদরা ।   

আমি      সুন্দর নহি জানি হে বন্ধু জানি
তুমি       সুন্দর, তব গান গেয়ে নিজেরে ধন্য মানি

                          আসিয়াছি সুন্দর ধরণীতে
                     সুন্দর যা
রা তাদেরে দেখিতে
               রূপ-সুন্দর দেবতার পায় অঞ্জলি দেই বাণী

           রূপের তীর্থে তীর্থ-পথিক যুগে যুগে আমি আসি'
           ওগো সুন্দর বাজাইয়া যাই তোমার নামের বাঁশি ।

                  পরিয়া তোমার রূপ-অঞ্জন
                     ভুলেছে নয়ন রাঙিয়াছে মন
           উছলি' উঠুক মোর সঙ্গীতে সেই আনন্দখানি               

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট, মাঘ, ১৪১৭ /  ফেব্রুয়ারী,২০১১) নামক গ্রন্থের  ১১৯সংখ্যক গান। পৃষ্ঠা: ৩৮।
                             নজরুল সুরলিপি,অষ্টম খণ্ড(নজরুল একাডেমী,ফেব্রুয়ারি ১৯৮৬) নামক গ্রন্থের ৬ সংখ্যক গান।পৃষ্ঠা:৪০-৪১।
    
                      গানের মালা,রাগ-বেহাগ,তাল-দাদ্‌রা।
                        মোহাম্মদী,আশ্বিন,১৩৪১।  

২. রেকর্ড সূত্র:১৯৫০খ্রিষ্টাব্দের এপ্রিল,মাসে এইচ.এম.ভি.থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়।রেকর্ড নম্বর ছিল N-31184শিল্পী:মনোরঞ্জন চৌধুরী।
                      
৩. রচনাকাল: প্রকাশকালের সময় নজরুল ইসলামের বয়স ছিল ৫১ বৎসর।

৪. প্রাসঙ্গিক পাঠ: 
                  
                      
৫. সুরকার: কাজী নজরুল ইসলাম।
              
৬. স্বরলিপিকার: কমল দাশগুপ্ত।নজরুল সুরলিপি,অষ্টম খণ্ড(নজরুল একাডেমী,ফেব্রুয়ারি ১৯৮৬)  

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
      গ্রহস্বর :
সা।  
      পর্যায় :
আধুনিক।
      তাল   :
দাদ্‌রা।