১১৯
আমি
সুন্দর নহি জানি হে বন্ধু জানি
আসিয়াছি
সুন্দর ধরণীতে
রূপের তীর্থে তীর্থ-পথিক যুগে যুগে আমি আসি'
পরিয়া
তোমার রূপ-অঞ্জন |
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:নজরুল-সঙ্গীত সংগ্রহ
(নজরুল ইন্সটিটিউট,
মাঘ, ১৪১৭ / ফেব্রুয়ারী,২০১১) নামক গ্রন্থের
১১৯সংখ্যক গান। পৃষ্ঠা: ৩৮।
২. রেকর্ড সূত্র:১৯৫০খ্রিষ্টাব্দের এপ্রিল,মাসে এইচ.এম.ভি.থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়।রেকর্ড নম্বর ছিল N-
31184শিল্পী:মনোরঞ্জন চৌধুরী।৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
গ্রহস্বর :
সা।
পর্যায় :
আধুনিক।
তাল :
দাদ্রা।