১২১
                           তাল :  

আর  অনুনয় করিবে না কেউ কথা কহিবার তরে
আর  দেখিবে না স্বপন রাতে গো কেহ কাঁদে হাত ধ'রে।

              তব মুখ ঘিরে আর মোর দু' নয়ন
              ভ্রমরের মত করিবে না জ্বালাতন
তব পথ আর পিছল হবে না আমার অশ্রু ঝরে'।

তোমার ভুবনে পড়িবে না আর কোনদিন ছায়া মম
তোমার পূ্রণ-চাঁদের তিথিতে আসিব না রাহু-সম।

              আর শুনিবে না করুণ কাতর
              এই ক্ষুধাতুর ভিখারির স্বর
শুনিবে না আর কহার ও রোদন রাতের আকাশ ভ'রে                                   

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট, মাঘ, ১৪১৭ /  ফেব্রুয়ারী,২০১১) নামক গ্রন্থের  ১২১সংখ্যক গান। পৃষ্ঠা: ৩৯।
                            নজরুল-সঙ্গীত স্বরলিপি(নজরুল ইন্সটিটিউট,
                           বুলবুল দ্বিতীয় খণ্ড।

                               

২. রেকর্ড সূত্র:  ১৯৫০ খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে কলম্বিয়া  থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়। রেকর্ড নম্বর ছিল G. E. 7824  শিল্পী: ধনঞ্জয় ভট্রাচার্য।
                      
৩. রচনাকাল:  প্রকাশকালের সময় নজরুল ইসলামের বয়স ছিল ৫১ বৎসর।

৪. প্রাসঙ্গিক পাঠ: 

                                     
৫. সুরকার:   দুর্গা সেন।

৬. স্বরলিপিকার:    

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
    গ্রহস্বর :  
    পর্যায় : 
    
 তাল :