১২৫
                 তাল : কহার্‌বা  

উতল হ'ল শান্ত আকাশ তোমার কলগীতে   
বাদল ধারা ঝরে বুঝি তাই আজ নিশীতে

সুর যে তোমার নেশার মত, মন্‌কে দোলায় অবিরত,
ফুল্‌কে শেখায় ফুটিতে গো, পাখিকে শিস্ দিতে

কেন তুমি গানের ছলে বঁধু, বেড়াও কেঁদে?
তীরের চেয়েও সুর যে তোমার প্রাণে অধিক বেঁধে।

তোমার সুরে কোন্ সে ব্যথা, দিলো এতো বিহ্বলতা
আমি জানি(ওগো) সে বারতা তাই কাঁদি নিভৃতে              

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট, মাঘ, ১৪১৭ /  ফেব্রুয়ারী,২০১১) নামক গ্রন্থের  ১২৫সংখ্যক গান। পৃষ্ঠা: ৪০।
                           নজরুল-সঙ্গীত স্বরলিপি-চতুর্থ খণ্ড(নজরুল ইন্সটিটিউট,অগ্রহায়ণ,১৪০২/ নভেম্বর,১৯৯৫ )নামক গ্রন্থের ৬ সংখ্যক গান। পৃষ্ঠা:৫১-৫৩।
                           নজরুলগীতি অখণ্ড,হরফ।
                           নজরুল রচনাবলী,তৃতীয় খণ্ড,ঢাকা।
                           হারানো গানের খাতা,ঢাকা(উল্লেখিত আব্বাসউদ্দীন এর জন্য)

২. রেকর্ড সূত্র:  ১৯৩৬ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর, মাসে এইচ. এম. ভি. থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়। রেকর্ড নম্বর ছিল N-9777 শিল্পী: মড কস্টেলো।  [শ্রবণ নমুনা]
                      
৩. রচনাকাল:  প্রকাশকালের সময় কাজী নজরুল ইসলামের বয়স ছিল ৩৭ বৎসর।

৪. প্রাসঙ্গিক পাঠ: 
                  
                      
৫. সুরকার:   কাজী নজরুল ইসলাম( বুলেটিন )।                

৬. স্বরলিপিকার:  আসাদুল হক। নজরুল-সঙ্গীত স্বরলিপি-চতুর্থ খণ্ড(নজরুল ইন্সটিটিউট,অগ্রহায়ণ,১৪০২/ নভেম্বর,১৯৯৫ )  

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
    গ্রহস্বর :  সা।
    পর্যায় :
    তাল : কাহার্‌বা ।