১২৫
উতল হ'ল শান্ত আকাশ
তোমার কলগীতে
সুর যে তোমার নেশার মত, মন্কে দোলায় অবিরত,
কেন তুমি গানের ছলে বঁধু, বেড়াও কেঁদে?
তোমার সুরে কোন্ সে ব্যথা, দিলো এতো বিহ্বলতা |
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:নজরুল-সঙ্গীত সংগ্রহ
(নজরুল ইন্সটিটিউট,
মাঘ, ১৪১৭ / ফেব্রুয়ারী,২০১১) নামক গ্রন্থের
১২৫সংখ্যক গান। পৃষ্ঠা: ৪০।
২. রেকর্ড সূত্র: ১৯৩৬ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর, মাসে এইচ. এম. ভি. থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়। রেকর্ড নম্বর ছিল
N-9777 শিল্পী: মড কস্টেলো। [শ্রবণ নমুনা]৬. স্বরলিপিকার: আসাদুল হক। নজরুল-সঙ্গীত স্বরলিপি-চতুর্থ খণ্ড(নজরুল ইন্সটিটিউট,অগ্রহায়ণ,১৪০২/ নভেম্বর,১৯৯৫ )
৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: