১২৬.
রাগ: সারঙ্গ, তাল: ত্রিতাল

এ কি এ মধু শ্যাম-বিরহে।
হৃদি-বৃন্দাবনে নিতি রসধারা বহে
গভীর বেদনা মাঝে
শ্যাম-নাম-বীণা বাজে
প্রেমে মন মোহে যত ব্যথায় প্রাণ দহে              

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট, মাঘ, ১৪১৭ /  ফেব্রুয়ারী,২০১১) নামক গ্রন্থের  ১২৬ সংখ্যক গান। পৃষ্ঠা: ৪০।
নজরুল-সঙ্গীত স্বরলিপি                           
নজরুলগীতি অখণ্ড,হরফ।
নজরুল রচনাবলী,তৃতীয় খণ্ড,ঢাকা।
হারানো গানের খাতা, ঢাকা (উল্লিখিত আব্বাসউদ্দীন এর জন্য)

২. রেকর্ড সূত্র:  ১৯৪০ খ্রিষ্টাব্দের ---- মাসে এইচ. এম. ভি. থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়। রেকর্ড নম্বর ছিল --- শিল্পী: দীপালি তালুকদার (নাগ)।  [শ্রবণ নমুনা]
                      
৩. রচনাকাল:  প্রকাশকালের সময় কাজী নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর।

৪. প্রাসঙ্গিক পাঠ: 
                  
                      
৫. সুরকার:  

৬. স্বরলিপিকার: 

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: