১২৮.
            তাল: দাদ্‌রা

একাদশীর চাঁদ রে ওই রাঙা মেঘের পাশে
যেন কাহার ভাঙা কলস আকাশ-গাঙে ভাসে

সেই কল্‌সি হতে ধরার ‘পরে
অঝোর ধারায় মধু ঝরে রে
দলে দলে তাই কি তারার মৌমাছিরা আসে

সেই মধু পিয়ে ঘুমের নেশায় ঝিমায় নিশীথ রাতি
বন-বধূ সেই মধু ধরে ফুলের পাত্র পাতি’।
সেই মধু এক বিন্দু পিয়ে
সিন্ধু ওঠে ঝিল্‌মিলিয়ে রে
সেই চাঁদেরই আধখানা কি তোমার মুখে হাসে
             

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট, মাঘ, ১৪১৭ /  ফেব্রুয়ারী,২০১১) নামক গ্রন্থের  ১২৮ সংখ্যক গান। পৃষ্ঠা: ৪১।
 

২. রেকর্ড সূত্র:  ১৯৪২ খ্রিষ্টাব্দের ---- মাসে এইচ. এম. ভি. থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়। রেকর্ড নম্বর ছিল --- শিল্পী: সত্য চৌধুরী।  [শ্রবণ নমুনা]
                      
৩. রচনাকাল:  প্রকাশকালের সময় কাজী নজরুল ইসলামের বয়স ছিল ৪৩ বৎসর।

৪. প্রাসঙ্গিক পাঠ: 
                  
                      
৫. সুরকার:  

৬. স্বরলিপিকার: 

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: