১৩০
ও তুই উল্টা বুঝ্লি রাম
আমি আম চাহিতে জাম দিলে, আর জাম চাহিতে কি-না আম॥
আমি চড়্বার ঘোড়া চাইতে শেষে, ওগো ঘোড়াই ঘাড়ে চড়লো এসে,
ও বাব্বা --
আমি প্রিয়ার চিঠি চাইতে এলো কিনা ইনকামট্যাক্স-এর খাম॥
আমি চেয়েছিলাম কোঠা বাড়ি, তাই পড়লো পিঠে লাঠির বাড়ি
ভুলে আমি বলেছিলাম তোমার পায়ে শরণ নিলাম।
তুমি ভুল বুঝিলে, ভিটেবাড়ি সব হ'লো নিলাম॥
আমি চেয়েছিলেম সুবোধ ভাইটি
তা না হয়ে, বাবা, গোয়াঁর সে ভাই উঁচায় লাঠি
আমি শ্রী ব্রজধাম চাইতে ঠেলে দিলে শ্রীঘর হাজ্ত ধাম॥
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
২. রেকর্ড সূত্র:
এইচ.এম.ভি রেকর্ড। জানুয়ারি ১৯৩৬। রেকর্ড নম্বর এন ৭৪৭৭। শিল্পী রঞ্জিৎ
রায়।
৩. রচনাকাল:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না।১৯৩৫ খ্রিষ্টাব্দের ১৮
সেপ্টেম্বর তারিখে রেকর্ড কোম্পানীর সঙ্গে কবির সম্পাদিত চুক্তিপত্রে গানটির উল্লেখ
পাওয়া যায়। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৬ বৎসর।
৪. প্রাসঙ্গিক পাঠ: ১৯৩৫
খ্রিষ্টাব্দের ১৮ সেপ্টেম্বর তারিখে রেকর্ড কোম্পানীর সঙ্গে কবির সম্পাদিত
চুক্তিপত্রে গানটির উল্লেখ পাওয়া যায়।
৫. সুরকার:
৬. স্বরলিপিকার:
নিতাই ঘটক। একশো গানের নজরুল স্বরলিপি, ৬ষ্ঠ খণ্ড (হরফ প্রকাশনী, ২৬ মে, ১৯৮৯ )
নিতাই ঘটক। শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি (হরফ প্রকাশনী, ২৪ সেপ্টেম্বর জানুয়ারি, ১৯৯৯)।
৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
কাহার্বা। [নিতাই ঘটক। শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি (হরফ
প্রকাশনী, ২৪ সেপ্টেম্বর জানুয়ারি, ১৯৯৯)]।
পর্যায়: হাসির গান।
গ্রহস্বর: মা