১৩২
ঐ জলকে চলে লো কার ঝিয়ারি।
রূপ চাপে না তার নীল শাড়ি॥
এমন মিঠি বিজলি দিঠি
শেখালে তায় কে গো?
রূপে ডুবু ডুবু রবির রঙ-ভরা ছবির, ছোঁয়াচ লেগেছে গো।
মন মানে না, আর কি
করি!
চলে পিছনে ছুটে' তারি॥
নাচে বুলবুলি ফিঙে
ঢেউয়ে নাচে ডিঙে
মাঠে নাচে খঞ্জন;
তার দু'টি আঁখি-তারা
নেচে হতো সারা-
দেখেছে বলো কোন জন?
আঁখি নিল যে মোর মন্ কাড়ি'-
ঘরে থাকিতে আর নারি লো॥
গোলাপ বেলী
যুঁই-চামেলী - কোন্ ফুল তারি তুল্ গো
তার যৌবন-নদী বয় নিরবধি ভাসায়ে দু'কূল
গো
নিল ভাসায়ে প্রাণ আমারি
রূপে দু'কুল-ছাপা গাঙ্ তারি॥
১.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
২. রেকর্ড সূত্র:
১৯৩৩ খ্রিষ্টাব্দের ১ আগষ্ট তারিখে পাওয়া চুক্তিপত্র অনুসার জানা যায়,
এইচ.এম.ভি রেকর্ড কোম্পানি থেকে প্রথম গানটির রেকর্ড প্রকাশিত হয়। সময়: জানুয়ারি,
১৯৩৩ খ্রিষ্টাব্দ। শিল্পী ছিলেন ইন্দুবালা। রেকর্ড নং- পি ১১৭৬০।
৩. রচনাকাল:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৩৩ খ্রিষ্টাব্দের জানুয়ারি
মাসে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৪ বৎসর।
৪. প্রাসঙ্গিক পাঠ:
পাঠভেদ আছে।
রূপে ডুবু ডুবু রবির রঙ-ভরা ছবির, ছোঁয়াচ লেগেছে গো। [নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৭, ফেব্রুয়ারি ২০১১)]
রূপে ডুবু ডুবু রবির রঙ-ধরা ছবির, ছোঁয়াচ লেগেছে গো। [নজরুল সঙ্গীত নির্দেশিকা। ব্রহ্মমোহন ঠাকুর, ২৫ মে ২০০৯]
৫. সুরকার:
৬. স্বরলিপিকার:
নিতাই ঘটক [শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি (হরফ প্রকাশনী, ২৪ সেপ্টেম্বর জানুয়ারি, ১৯৯৯)।]
কাজী অনিরুদ্ধ [সুনির্বাচিত নজরুল গীতির স্বরলিপি, চতুর্থ খণ্ড। (সাহিত্যম। সেপ্টেম্বর ১৯৭৮)।]
৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
কোনো স্বরলিপির সাথে রাগের উল্লেখ নেই।
তাল: কাহারবা
অঙ্গ: গজল
পর্যায়: প্রেম
গ্রহস্বর: সা।