১৩৪
করুণ কেন অরুণ আঁখি দাও গো সাকি দাও শারাব
হায় সাকি এ আঙ্গুরী খুন নয় ও হিয়ার খুন-খারাব॥
আর সহে না দিল্ নিয়ে এই দিল্-দরদির দিল্‌লাগী,
তাইতে চালাই নীল পিয়ালায় লাল শিরাজি বে-হিসাব॥
হারাম কি এই রঙীন পানি আর হালাল এই জল চোখের?
নরক আমার হউক মঞ্জুর বিদায় বন্ধু!  লও আদাব॥
দেখ্ রে কবি, প্রিয়ার ছবি এই শারাবের আর্শিতে,
লাল গেলাসের কাঁচ্-মহলার পার হ'তে তার শোন্ জবাব্॥


১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র: ১৯৩১ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে এইচ.এম.ভি রেকর্ড কোম্পানি থেকে প্রথম গানটির রেকর্ড প্রকাশিত হয়। শিল্পী ছিলেন কে. মল্লিক। রেকর্ড  নং- পি ১১৬৮৭।
                      
৩. রচনাকাল: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৩১ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩২ বৎসর।

৪. প্রাসঙ্গিক পাঠ: 
১৯৩১ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে এইচ.এম.ভি রেকর্ড কোম্পানি থেকে প্রথম গানটির রেকর্ড প্রকাশিত হয়। শিল্পী ছিলেন কে. মল্লিক। রেকর্ড  নং- পি ১১৬৮৭। গানটির সুর করেছিলেন কাজী নজরুল।

৫. সুরকার: কাজী নজরুল।

৬. স্বরলিপিকার: 

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:

তাল:

সুরের অঙ্গ: গজল।
পর্যায়: 

গ্রহস্বর: না।