১৩৫
কোথায় গেলি মাগো
আমার খেলনা দিয়ে ভুলিয়ে রেখে
ক্লান্ত আমি খেলে খেলে এ
সংসারে ও-মা ধুলা মেখে॥
বলেছিলি সন্ধ্যা হ'লে
ধুলা মুছে নিবি কোলে
ও-মা ছেলেরে তুই গেলি ছ'লে পাইনে সাড়া ডেকে' ডেকে'॥
এ কী খেলার পুতুল মা গো দিয়েছিলি
মন ভুলাতে
আধেক তাহার হারিয়ে গেছে আধেক
ভেঙে আছে হাতে।
এ পুতুলও লাগছে মা ভার
তোর
পুতুল তুই নে গো এবার
এখন সন্ধ্যা হলো ও-মা সন্ধ্যা হলো নাম্লো আঁধার
ঘুম পাড়া মা আঁচল ঢেকে॥
১.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
২. রেকর্ড সূত্র:
১৯৩৬ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে এইচ.এম.ভি রেকর্ড কোম্পানি থেকে প্রথম গানটির রেকর্ড প্রকাশিত হয়। শিল্পী ছিলেন
মৃণাল কান্তি ঘোষ। রেকর্ড নং- এন ৯৭৮১।
৩. রচনাকাল:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের অক্টোবর
মাসে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৭ বৎসর।
৪. প্রাসঙ্গিক পাঠ: ১৯৩৬
খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে এইচ.এম.ভি রেকর্ড কোম্পানি থেকে প্রথম গানটির রেকর্ড প্রকাশিত হয়। শিল্পী ছিলেন
কে. মল্লিক। রেকর্ড নং- এন ৯৭৮১। গানটির সুর করেছিলেন কাজী নজরুল।
৫. সুরকার:
কাজী নজরুল [নজরুল-সঙ্গীত স্বরলিপি, ঊনবিংশ খণ্ড
(নজরুল ইন্সটিটিউট, জ্যৈষ্ঠ ১৪০৬/মে ১৯৯৯)]
৬. স্বরলিপিকার:
এস. এম. আহসান মুর্শেদ [নজরুল-সঙ্গীত স্বরলিপি, ঊনবিংশ খণ্ড (নজরুল ইন্সটিটিউট, জ্যৈষ্ঠ ১৪০৬/মে ১৯৯৯)]।
কাজী অনিরুদ্ধ [নজরুল-সুর-সঞ্চয়ন, দ্বিতীয় খণ্ড, পঞ্চম গান (ডি. এম. লাইব্রেরী, শ্রাবণ ১৩৮৩)]।
৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
রাগ: জয়জয়ন্তী [নজরুল-সঙ্গীত স্বরলিপি, ঊনবিংশ খণ্ড (নজরুল ইন্সটিটিউট, জ্যৈষ্ঠ ১৪০৬/মে ১৯৯৯)]।
তাল: দাদ্রা।
সুরের
অঙ্গ:
পর্যায়: ভক্তিমূলক গান।
গ্রহস্বর: নর্সা।