১৩৯
রাগ: কালেংড়া। তাল: দ্রুত-দাদ্‌রা

চম্পা পারুল যূথী টগর চামেলা।
আর সই, সইতে নারি ফুল-ঝামেলা॥
            সাজায়ে বন-ডালি,
            বসে রই বন-মালি
যা'রে দিই এই ফুল সেই হানে হেলাফেলা॥
            কে তুমি মায়া-মৃগ
            রতির সতিনী গো
ফুল নিতে আসিলে এ বনে অবেলা॥
            ফুলের সাথে প্রিয়
            ফুল-মালীরে নিও
তুমিও এক  সই, আমিও একেলা॥

ভাবসন্ধান:

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র: ১৯৩৪ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে এইচ.এম.ভি রেকর্ড কোম্পানি থেকে প্রথম গানটির রেকর্ড প্রকাশিত হয়। শিল্পী ছিলেন কমল দাশগুপ্ত। রেকর্ড  নং- এন ৭৩০১। H.M.V.N 7301.
                      
৩. রচনাকাল: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৫ বৎসর।

৪. প্রাসঙ্গিক পাঠ: 

৫. সুরকার: কাজী নজরুল ইসলাম।

৬. স্বরলিপিকার: 

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: 
রাগ:

  • কালেংড়া। [নজরুল-সঙ্গীত সংগ্রহ  ১৩৯তম গান, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৭, ফেব্রুয়ারি ২০১১)। পৃষ্ঠা: ৪৪]।

  • কালেংড়া-খেম্‌টা। [একশো গানের নজরুল স্বরলিপি, দশম খণ্ড, ১১ সংখ্যক গান (হরফ প্রকাশনী, জানুয়ারি ২০০০। পৌষ ১৪০৬)। পৃষ্ঠা: ২৭-২৯]।

  • কালেংড়া-খেম্‌টা। [গানের মালা, ১৪ সংখ্যক গান। (নজরুল-রচনাবলী, ষষ্ঠ খণ্ড। বাংলা একাডেমী, ভাদ্র ১৪১৪। আগস্ট ২০০৭)। পৃষ্ঠা: ২০০-২০১]

তাল:

সুরের অঙ্গ:

পর্যায়:
গ্রহস্বর: