১৪০
তাল: দ্রুত-দাদ্রা
চিকন কালো বেদের কুমার কোন্ পাহাড়ে যাও?
কোন্ বন-হরিণীর পরান নিতে বাঁশরি বাজাও?
তুমি শিস্ দিয়ে গান গাও
তুমি কুটিল চোখে চাও॥
তীর-ধনুক নিয়ে সারাবেলা
ও শিকারি, এ কি খেলা?
শাল গাছেরই ডাল ভাঙিয়া একটু বাতাস খাও॥
কাঁকর-ভরা কাঁটার পথে (আজ) নাই শিকারে গেলে,
অশথ্-তলে বাজাও বাঁশি (তোমার) হাতের ধনুক ফেলে'।
তোমার কালো চোখের কাজল নিয়ে
ঝিল উঠেছে ঝিল্মিলিয়ে, ঝিল্মিলিয়ে।
ঐ কমল ঝিলের শাপলা নিয়ে বাঁশিখানি দাও॥
ভাবসন্ধান:
১.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
২. রেকর্ড সূত্র: ১৯৪২ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানি থেকে প্রথম গানটির রেকর্ড প্রকাশিত হয়। শিল্পী ছিলেন শ্রীমতি বীণা চৌধুরী। রেকর্ড নং- এন ২৭২৬২।
H.M.V.N 27262. সুত্র: রেকর্ড বুলেটিন।৫. সুরকার: কাজী নজরুল ইসলাম।
৬. স্বরলিপিকার:
নীলিমা দাশ। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, বত্রিশতম খণ্ড, ৬ সংখ্যক গান (নজরুল ইন্সটিটিউট, ফাল্গুন ১৪১৫। ফেব্রুয়ারি ২০০৯)। পৃষ্ঠা: ২০-২৪]।
কাজী অনিরুদ্ধ। [সুনির্বাচিত নজরুল গীতির স্বরলিপি, তৃতীয় খণ্ড, ৩২ সংখ্যক গান (সাহিত্যম্, বৈশাখ ১৩৮৫)। পৃষ্ঠা: ৭১-৭৩]।
সুধীন দাশ। [নজরুল সুরলিপি, প্রথম খণ্ড, ১২ সংখ্যক গান (নজরুল একাডেমী, জানুয়ারী ১৯৮২)। পৃষ্ঠা: ৩৫-৩৯]।
৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: গানটিতে কোনো রাগের উল্লেখ
নেই।
তাল:
দ্রুত-দাদ্রা।