১৪৩
       রাগ: ভৈরবী। তাল: দাদ্‌রা

দোপাটি লো, লো করবী, সেই সুরভি রূপ আছে
রঙের পাগল রূপ-পিয়াসি সেই ভালো আমার কাছে॥
            গন্ধ ফুলের জল্‌‌‌সাতে তোর
            গুণীর সভায় নেইকো আদর
গুল্ম-বনে দুল্ হয়ে তুই, দুলিস্ একা ফুল গাছে॥
লাজুক মেয়ে পল্লী-বধূ জল নিতে যায় এক্‌লাটি
করবী নেয় কবরীতে বেণীর শেষে দোপাটি
            গন্ধ ল'য়ে স্নিগ্ধ মিঠে
            আলো ক'রে থাকিস্ ভিটে,
নেই সুবাস, আছে গায়ে কাঁটা, সেই গরবে মন নাচে॥


ভাবসন্ধান:

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র: ১৯৩৩ খ্রিষ্টাব্দের জুন মাসে মেগাফোন রেকর্ড কোম্পানি থেকে প্রথম গানটির রেকর্ড প্রকাশিত হয়। শিল্পী ছিলেন সুপ্রসন্ন চক্রবর্তী। রেকর্ড  নং- জে.এন.জি ৬১। J.N.G. 61.
                      
৩. রচনাকাল: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৩৩ খ্রিষ্টাব্দের জুন মাসে মেগাফোন রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৪ বৎসর।

৪. প্রাসঙ্গিক পাঠ: 

৫. সুরকার: কাজী নজরুল ইসলাম। [সুরলিপি, ২৫ সংখ্যক গান (ডি. এম. লাইব্রেরী, ফাল্গুন ১৪০৫। মার্চ ১৯৯৯)। পৃষ্ঠা: ৬২-৬৩]।

৬. স্বরলিপিকার: 

  • ইদ্‌রিস আলী। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, বাইশতম খণ্ড, ২০ সংখ্যক গান (নজরুল ইন্সটিটিউট, আশ্বিন ১৪০৯। অক্টোবর ২০০২)। পৃষ্ঠা: ৭৯-৮২]।

  • নিতাই ঘটক। [একশো গানের নজরুল স্বরলিপি, ষষ্ঠ খণ্ড, ১২৯ সংখ্যক গান (হরফ প্রকাশনী, মে ১৯৮৯)। পৃষ্ঠা: ৩১৩-৩১৫]।

  • শ্রীজগৎ ঘটক। [সুরলিপি, ২৫ সংখ্যক গান (ডি. এম. লাইব্রেরী, ফাল্গুন ১৪০৫। মার্চ ১৯৯৯)। পৃষ্ঠা: ৬২-৬৩]।

  • নিতাই ঘটক। [শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি, ১২৯ সংখ্যক গান (হরফ প্রকাশনী, ২৪ সেপ্টেম্বর ১‌৯৯৯)। পৃষ্ঠা: ৩১৩-৩১৫]।

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: 
রাগ:
ভৈরবী।
তাল
: দাদ্‌রা।
সুরের অঙ্গ:
পর্যায়:

গ্রহস্বর: সা।