১৪৩
রাগ: ভৈরবী। তাল: দাদ্রা
দোপাটি লো, লো করবী, সেই সুরভি রূপ আছে
রঙের পাগল রূপ-পিয়াসি সেই ভালো আমার কাছে॥
গন্ধ ফুলের
জল্সাতে তোর
গুণীর সভায়
নেইকো আদর
গুল্ম-বনে দুল্ হয়ে তুই, দুলিস্ একা ফুল গাছে॥
লাজুক মেয়ে পল্লী-বধূ জল নিতে যায় এক্লাটি
করবী নেয় কবরীতে বেণীর শেষে দোপাটি
গন্ধ ল'য়ে
স্নিগ্ধ মিঠে
আলো ক'রে
থাকিস্ ভিটে,
নেই সুবাস, আছে গায়ে কাঁটা, সেই গরবে মন নাচে॥
ভাবসন্ধান:
১.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
২. রেকর্ড সূত্র: ১৯৩৩ খ্রিষ্টাব্দের জুন মাসে মেগাফোন রেকর্ড কোম্পানি থেকে প্রথম গানটির রেকর্ড প্রকাশিত হয়। শিল্পী ছিলেন সুপ্রসন্ন চক্রবর্তী। রেকর্ড নং- জে.এন.জি ৬১।
J.N.G. 61.৫. সুরকার: কাজী নজরুল ইসলাম। [সুরলিপি, ২৫ সংখ্যক গান (ডি. এম. লাইব্রেরী, ফাল্গুন ১৪০৫। মার্চ ১৯৯৯)। পৃষ্ঠা: ৬২-৬৩]।
৬. স্বরলিপিকার:
ইদ্রিস আলী। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, বাইশতম খণ্ড, ২০ সংখ্যক গান (নজরুল ইন্সটিটিউট, আশ্বিন ১৪০৯। অক্টোবর ২০০২)। পৃষ্ঠা: ৭৯-৮২]।
নিতাই ঘটক। [একশো গানের নজরুল স্বরলিপি, ষষ্ঠ খণ্ড, ১২৯ সংখ্যক গান (হরফ প্রকাশনী, মে ১৯৮৯)। পৃষ্ঠা: ৩১৩-৩১৫]।
শ্রীজগৎ ঘটক। [সুরলিপি, ২৫ সংখ্যক গান (ডি. এম. লাইব্রেরী, ফাল্গুন ১৪০৫। মার্চ ১৯৯৯)। পৃষ্ঠা: ৬২-৬৩]।
নিতাই ঘটক। [শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি, ১২৯ সংখ্যক গান (হরফ প্রকাশনী, ২৪ সেপ্টেম্বর ১৯৯৯)। পৃষ্ঠা: ৩১৩-৩১৫]।
৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
রাগ: ভৈরবী।
তাল:
দাদ্রা।