১৪৫
তাল: দ্রুত-দাদ্রা
দিনগুলি মোর পদ্মেরই দল যায় ভেসে' যায় কালের স্রোতে
ওগো সুদূর ওগো বিধূর তোমার সাগর-তীর্থ-পথে॥
বিফল দিনের কমলগুলি
পড়লো ঝ'রে পাপড়ি খুলি'
নিও প্রিয় তাদের তুলি' দিন শেষের ম্লান আলোতে॥
সঞ্চিত মোর দিনগুলি হায় ছড়িয়ে গেল অযতনে;
তোমার বরণ-মালা গাঁথা হলো না আর এ জীবনে।
অন্য মনে কখন বেভুল
ভাসিয়ে দিলাম দলি' সে ফুল
বঞ্চিত তাই হবে কি হায় তোমার চরণ-ছোঁওয়া হ'তে॥
ভাবসন্ধান:
১.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
২. রেকর্ড সূত্র: ১৯৩৫ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে এইচ.এম.ভি রেকর্ড কোম্পানি থেকে প্রথম গানটির রেকর্ড প্রকাশিত হয়। শিল্পী ছিলেন কুমারী যূথিকা রায় (রেণু)। রেকর্ড নং- এন ৭৩৫০।
N 7350. সূত্র: রেকর্ড বুলেটিন ও পত্রিকা।৫. সুরকার: কাজী নজরুল ইসলাম।
৬. স্বরলিপিকার:
সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, ষষ্ঠ খণ্ড, ১৪ সংখ্যক গান (নজরুল ইন্সটিটিউট, ফাল্গুন ১৪০৩। ফেব্রুয়ারি ১৯৯৭)। পৃষ্ঠা: ৭২-৭৬]।
নিতাই ঘটক। [একশো গানের নজরুল স্বরলিপি, ষষ্ঠ খণ্ড, ১০৪ সংখ্যক গান (হরফ প্রকাশনী, মে ১৯৮৯)। পৃষ্ঠা: ২৫৬-২৫৮]।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। [নজরুল স্বরলিপি, ত্রয়োদশ খণ্ড, ৩৫ সংখ্যক গান (হরফ প্রকাশনী, জানুয়ারি ২০০৫)। পৃষ্ঠা: ১৪২-১৪৩]।
শেখ লুতফর রহমান। [নজরুল সুরলিপি, নবম খণ্ড, ২৪ সংখ্যক গান (নজরুল একাডেমী, এপ্রিল ১৯৮৬)। পৃষ্ঠা: ৭৬-৭৯]।
নিতাই ঘটক। [শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি, ১০৪ সংখ্যক গান (হরফ প্রকাশনী, ২৪ সেপ্টেম্বর ১৯৯৯)। পৃষ্ঠা: ২৫৬-২৫৮]।
৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: গানটিতে কোনো রাগের উল্লেখ
নেই।
রাগ:
তাল:
দ্রুত-দাদ্রা।