১৪৫
                   তাল: দ্রুত-দাদ্‌রা

দিনগুলি মোর পদ্মেরই দল যায় ভেসে' যায় কালের স্রোতে
ওগো সুদূর ওগো বিধূর তোমার সাগর-তীর্থ-পথে॥
            বিফল দিনের কমলগুলি
            পড়লো ঝ'রে পাপড়ি খুলি'
নিও প্রিয় তাদের তুলি' দিন শেষের ম্লান আলোতে॥
সঞ্চিত মোর দিনগুলি হায় ছড়িয়ে গেল অযতনে;
তোমার বরণ-মালা গাঁথা হলো না আর এ জীবনে।
            অন্য মনে কখন বেভুল
            ভাসিয়ে দিলাম দলি' সে ফুল
বঞ্চিত তাই হবে কি হায় তোমার চরণ-ছোঁওয়া হ'তে॥

ভাবসন্ধান:

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র: ১৯৩৫ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে এইচ.এম.ভি রেকর্ড কোম্পানি থেকে প্রথম গানটির রেকর্ড প্রকাশিত হয়। শিল্পী ছিলেন কুমারী যূথিকা রায় (রেণু)। রেকর্ড  নং- এন ৭৩৫০। N 7350.  সূত্র: রেকর্ড বুলেটিন ও পত্রিকা।
                      
৩. রচনাকাল: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে এইচ.এম.ভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৬ বৎসর।

৪. প্রাসঙ্গিক পাঠ: 

৫. সুরকার: কাজী নজরুল ইসলাম।

৬. স্বরলিপিকার: 

  • সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, ষষ্ঠ খণ্ড, ১৪ সংখ্যক গান (নজরুল ইন্সটিটিউট, ফাল্গুন ১৪০৩। ফেব্রুয়ারি ১৯৯৭)। পৃষ্ঠা: ৭২-৭৬]।

  • নিতাই ঘটক। [একশো গানের নজরুল স্বরলিপি, ষষ্ঠ খণ্ড, ১০৪ সংখ্যক গান (হরফ প্রকাশনী, মে ১৯৮৯)। পৃষ্ঠা: ২৫৬-২৫৮]।

  • শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। [নজরুল স্বরলিপি, ত্রয়োদশ খণ্ড, ৩৫ সংখ্যক গান (হরফ প্রকাশনী, জানুয়ারি ২০০৫)। পৃষ্ঠা: ১৪২-১৪৩]।

  • শেখ লুতফর রহমান। [নজরুল সুরলিপি, নবম খণ্ড, ২৪ সংখ্যক গান (নজরুল একাডেমী, এপ্রিল ১৯৮৬)। পৃষ্ঠা: ৭৬-৭৯]।

  • নিতাই ঘটক। [শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি, ১০৪ সংখ্যক গান (হরফ প্রকাশনী, ২৪ সেপ্টেম্বর ১‌৯৯৯)। পৃষ্ঠা: ২৫৬-২৫৮]।

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: গানটিতে কোনো রাগের উল্লেখ নেই।
রাগ:
তাল
:  দ্রুত-দাদ্‌রা
সুরের অঙ্গ:
পর্যায়:

গ্রহস্বর: সা।