১৪৮.
রাগ: হর্ষ কানাড়া। তাল: ত্রিতাল/দাদ্রা।
ছেড়ে দাও মোরে আর হাত
ধরিও না
প্রেম যারে দিতে পারিলে না, তারে আর
কৃপা করিও না॥
আমি করুণা চাহিনি কভু কারো কাছে
বহু লোক পাবে, তব কৃপা যারা যাচে
যারে হৃদয়ে দিলে না ঠাঁই তার তরে কাঁদিও না॥
ভুল করেছিনু যেথা শুধু বিষ
অসুন্দরের ভিড়,
সেই পৃথিবীতে কেঁদেছি খুঁজিয়া প্রেম-যমুনার তীর।
যার তরণী ভাসিল বিরহের পারাবারে
পিছু ডেকে আর ফিরায়ো না তুমি তারে
আমারে পাষাণ-বিগ্রহ ক'রে আর মালা পরিও
না॥
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
২. রেকর্ড সূত্র: ১৯৪৯ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানি থেকে প্রথম গানটির রেকর্ড প্রকাশিত হয়। রেকর্ড নং- এন. ৩১০৭৭.। শিল্পী ছিলেন সত্য চৌধুরী। সুর করেছিলেন নিতাই ঘটক।
৩. রচনাকাল: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৪১
খ্রিষ্টাব্দের ২৭ মে তারিখে বেতারের 'হারামণি' নামক অনুষ্ঠানে গানটি প্রথম
সম্প্রচারিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪২ বৎসর।
৪. প্রাসঙ্গিক পাঠ:
১. মূল পাঠ: যারে হৃদয়ে দিলে না ঠাঁই তার তরে কাঁদিও১ না॥
পাঠভেদ: আঁখিজল ঝুরিও২. মূল পাঠ: পিছু ডেকে আর ফিরায়ো না তুমি তারে২
পাঠভেদ: পিছু ডেকে আর ফিরাতে চেয়ো না তারে
৫. সুরকার:
৬. স্বরলিপিকার:
এস. এম. আহসান মুর্শেদ। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, তেত্রিশতম খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, আষাঢ় ১৪১৭। জুন ২০১০) -এর ২৩ সংখ্যক গান। পৃষ্ঠা: ৮০-৮২।
দিলিপ চট্টোপাধ্যায়। [নজরুল স্বরলিপি, পঞ্চদশ খণ্ড, (হরফ প্রকাশনী, পৌষ ১৪১৩। জানুয়ারি ২০০৭) -এর ১০১ সংখ্যক গান। পৃষ্ঠা: ১৭০-১৭২।]
৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
রাগ: হর্ষ কানাড়া।
তাল:
নজরুল-সঙ্গীত সংগ্রহ-এর গানের শীর্ষদেশে ত্রিতাল/দাদরা উল্লেখ করা হয়েছে। আবার হরফ প্রকাশনী 'নজরুল-গীতি'-তে রাগের নাম উল্লেখ করা হয়েছে ত্রিতাল।
সুরের অঙ্গ:
পর্যায়:
প্রেম (বিরহ)।
গ্রহস্বর: পর্সা।