বিষয়:
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ১৫.
শিরোনাম: বন্ধু পথ চেয়ে চেয়ে
পাঠ ও পাঠভেদ:
১৫.
তাল: দাদ্রা
বন্ধু পথ চেয়ে চেয়ে
আকাশের তারা পৃথিবীর ফুল গণি
বন্ধু ফুল পড়ে ঝরে, তারা যায় মরে
(ফিরে) এল না হৃদয়-মণি॥
কত নদী পেল খুঁজিয়া সাগর
আমিই পাই না তোমার খবর
বন্ধু সকলেরি চাঁদ ওঠে রে আমারি চির-আঁধার রজনী॥
যমুনার জলও শুকায় রে বন্ধু
আমার শুকায় না আঁখি-বারি
এত কান্দন কাঁদিলে গোকূলে হতাম ব্রজ-কুমারী
বন্ধু হতাম রাধা প্যারী।
মহা পারাবার তারও আছে পার
আমার দুখের পার নাহি আর
বন্ধু মণি না পাইনু বৃথায় পুষিনু কাল-বিরহের ফণি
পুষিনু কাল-বিরহের ফণি॥
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে জানা যায় না।
১৯৪০
খ্রিষ্টাব্দের
জানুয়ারি
মাসে
H.M.V. রেকর্ড
কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। সেই অনুযায়ী, ধারণা করা যায় যে, গানটি নজরুল
ইসলামের ৪১ বৎসর বয়সে রচিত হয়েছিল।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: