১৫৩.
           
তাল: দাদ্‌রা
          তুমি কেন এলে পথে
          ঝরা মল্লিকা ভাসাইতেছিনু
                    একাকিনী নদী-স্রোতে

          কলসি আমার অলস খেলায়
          ধীর তরঙ্গে যদি ভেসে' যায়
          তীরে সে কলসি তুলে' আনো তুমি
                    কেন নদী' জল হ'তে

          আমার নিরালা বনে
আমি
   গাঁথি হার, তুমি গান গাহি'
                    ধ্যান ভাঙো অকারণে।
আমি
   মুখ হেরি' আরশিতে একা
 তুমি   সে মুকুরে কেন দাও দেখা
         বাতায়নে চাহি' তুমি কেন হাসো
                     আসিয়া চাঁদের রথে

ভাবসন্ধান:

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র: ১৯৪০ খ্রিষ্টাব্দের মে মাসে টুইন  রেকর্ড কোম্পানি থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়। রেকর্ড নম্বর - এফ.টি. ১৩২৯৫। শিল্পী: কুমারী গীতা বসু।

৩. রচনাকাল: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের মে মাসে টুইন  রেকর্ড কোম্পানি থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশের সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর।

৪. প্রাসঙ্গিক পাঠ: 

৫. সুরকার: নজরুল ইসলাম।

. স্বরলিপিকার:

. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
রাগ: মিশ্র বেহাগ-খাম্বাজ। [একশো গানের নজরুল স্বরলিপি, সপ্তম খণ্ড, (হরফ প্রকাশনী, পৌষ ১৪০৬। জানুয়ারি ২০০০) -এর ৪৯ সংখ্যক গান পৃষ্ঠা: ৪৯-৫০]।
তাল: দাদরা।

সুরের অঙ্গ:
পর্যায়:
গ্রহস্বর: গা।