১৫৩.
তাল:
দাদ্রা
তুমি কেন এলে পথে
ঝরা মল্লিকা ভাসাইতেছিনু
একাকিনী নদী-স্রোতে॥
কলসি আমার অলস খেলায়
ধীর তরঙ্গে যদি ভেসে'
যায়
তীরে সে কলসি তুলে'
আনো তুমি
কেন নদী'
জল হ'তে॥
আমার নিরালা বনে
আমি
গাঁথি হার, তুমি গান গাহি'
ধ্যান ভাঙো অকারণে।
আমি
মুখ হেরি'
আরশিতে একা
তুমি
সে মুকুরে কেন দাও দেখা
বাতায়নে চাহি'
তুমি কেন হাসো
আসিয়া চাঁদের রথে॥
ভাবসন্ধান:
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
নজরুল-সঙ্গীত সংগ্রহ
(নজরুল ইন্সটিটিউট, মাঘ ১৪১৭, ফেব্রুয়ারি
২০১১) নামক গ্রন্থের ১৫৩
সংখ্যক গান। পৃষ্ঠা: ৪৮।
-
নজরুল-সঙ্গীত স্বরলিপি,
সপ্তম খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, ফাল্গুন ১৪০৩। মার্চ ১৯৯৭) -এর
১১ সংখ্যক গান। পৃষ্ঠা: ৬৮-৭০।
- নজরুল সুরলিপি, সপ্তম খণ্ড,
(নজরুল একাডেমী, জানুয়ারি ১৯৮৪) -এর ১৯ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৫৫-৫৬।
- একশো গানের নজরুল স্বরলিপি,
সপ্তম খণ্ড, (হরফ প্রকাশনী, পৌষ ১৪০৬। জানুয়ারি ২০০০) -এর
৪৯ সংখ্যক গান। পৃষ্ঠা: ৪৯-৫০।
- নজরুল স্বরলিপি,
ত্রয়োদশ খণ্ড, (হরফ প্রকাশনী, মাঘ
১৪১১। জানুয়ারি ২০০৫) -এর ১৯ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৩৮-৩৯।
- নজরুল গীতি, অখণ্ড (আব্দুল
আজীজ আল-আমান, সম্পাদিত)। [৮ মাঘ ১৪১০ বঙ্গাব্দ]। কাব্য-গীতি। গান-৩৪৯।
পৃষ্ঠা: ৯১।
২.
রেকর্ড সূত্র: ১৯৪০ খ্রিষ্টাব্দের মে মাসে টুইন রেকর্ড কোম্পানি থেকে এই
গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়। রেকর্ড নম্বর - এফ.টি. ১৩২৯৫।
শিল্পী: কুমারী গীতা বসু।
৩. রচনাকাল:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের মে মাসে
টুইন রেকর্ড কোম্পানি থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশের
সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর।
৪. প্রাসঙ্গিক পাঠ:
৫. সুরকার: নজরুল ইসলাম।
৬. স্বরলিপিকার:
-
সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত
স্বরলিপি, সপ্তম খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, ফাল্গুন ১৪০৩। মার্চ ১৯৯৭)
-এর ১১ সংখ্যক গান। পৃষ্ঠা:
৬৮-৭০]।
-
এস.এম.আহসান মুর্শেদ। [নজরুল
সুরলিপি, সপ্তম খণ্ড, (নজরুল একাডেমী, জানুয়ারি ১৯৮৪) -এর
১৯ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৫৫-৫৬]।
-
মনোরঞ্জন সেন। [একশো
গানের নজরুল স্বরলিপি, সপ্তম খণ্ড, (হরফ প্রকাশনী, পৌষ
১৪০৬। জানুয়ারি ২০০০) -এর ৪৯ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৪৯-৫০]।
-
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। [নজরুল স্বরলিপি,
ত্রয়োদশ খণ্ড, (হরফ প্রকাশনী, মাঘ ১৪১১।
জানুয়ারি ২০০৫) -এর ১৯ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৩৮-৩৯]।
৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
রাগ: মিশ্র
বেহাগ-খাম্বাজ। [একশো গানের নজরুল স্বরলিপি, সপ্তম খণ্ড, (হরফ
প্রকাশনী, পৌষ ১৪০৬। জানুয়ারি ২০০০) -এর ৪৯
সংখ্যক গান। পৃষ্ঠা: ৪৯-৫০]।
তাল: দাদরা।
সুরের অঙ্গ:
পর্যায়:
গ্রহস্বর: গা।