১৫৪.
তাল: কাহার্বা
তুমি কি দখিনা পবন
দুলে ওঠে দেহলতা
ফুলে ফুলে ফুল্ল হয়ে ওঠে মন॥
অন্তর সৌরভে শিহরে
কথার কোয়েলিয়া কুহরে
তনু অনুরঞ্জিত করে গো
প্রীতির
পলাশ রঙ্গন॥
কী যেন মধু জাগে হিয়াতে
চাহি'
যেন সেই মধু কোন্ চাঁদে পিয়াতে।
ফুটাইয়া ফুল কোথা চলে যাও
হুতাস নিশাসে কী ব'লে
যাও
মধু পান করি না কো র'চে
যাই শুধু মধু-বন॥
ভাবসন্ধান:
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
২. রেকর্ড সূত্র: ১৯৪১ খ্রিষ্টাব্দের জুন মাসে টুইন রেকর্ড কোম্পানি থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়। রেকর্ড নম্বর - এফ.টি. ১৩৬০০। শিল্পী: কুমারী মেনকা ব্যানার্জি।
৩. রচনাকাল: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের জুন মাসে টুইন রেকর্ড কোম্পানি থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশের সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪২ বৎসর।
৪. প্রাসঙ্গিক পাঠ:
৫. সুরকার: চিত্ত রায়।
৬. স্বরলিপিকার:
সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, ষষ্ঠ খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, ফাল্গুন ১৪০৩। ফেব্রুয়ারি ১৯৯৭) -এর ১২ সংখ্যক গান। পৃষ্ঠা: ৬৫-৬৬]।
৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: