১৫৫.
রাগ:
মাঢ়, তাল: কাহার্বা
পরদেশী
বঁধু
!
ঘুম ভাঙায়ো চুমি'
আঁখি
যদি গো নিশীথ জেগে ঘুমাইয়া থাকি।
আমি ঘুমাইয়া থাকি
ঘুম ভাঙায়ো চুমি'
আঁখি॥
যদি দীপ নেভে গো কুটিরে
বাতায়ন-পানে চাহি'
যেয়ো না গো ফিরে',
নিভেছে আঁখি শিখা প্রাণ আছে বাকি
আজো প্রাণ আছে বাকি
ঘুম ভাঙায়ো চুমি'
আঁখি॥
ভাবসন্ধান:
১.
প্রকাশ ও
গ্রন্থভুক্তি:
- নজরুল-সঙ্গীত
সংগ্রহ,
(নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ১৫৫
সংখ্যক গান। পৃষ্ঠা: ৪৯।
- নজরুল-সঙ্গীত
স্বরলিপি, ছাব্বিশতম খণ্ড,
(নজরুল ইন্সটিটিউট, আশ্বিন ১৪১২, সেপ্টেম্বর ২০০৫) -এর
১৪ সংখ্যক গান। পৃষ্ঠা: ৫৪-৫৮।
- নজরুল-সঙ্গীত,
আদি স্বরলিপি সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট,
আশ্বিন ১৪০৬।
অক্টোবর ১৯৯৯) -এর ১০
সংখ্যক গান। পৃষ্ঠা: ২৫-২৬।
- একশো গানের নজরুল স্বরলিপি,
ষষ্ঠ খণ্ড, (হরফ প্রকাশনী, জ্যৈষ্ঠ ১৩৯৬। মে ১৯৮৯) -এর
১১১ সংখ্যক গান। পৃষ্ঠা:
২৭২-২৭৪।
- শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি, (হরফ
প্রকাশনী, Deluxe Edition : July 2011) [মান্দ্ - কাওয়ালি]
-এর ১১১ সংখ্যক গান।
পৃষ্ঠা:
২৭২-২৭৪।
- নজরুল গীতি, অখণ্ড (আব্দুল আজীজ
আল-আমান, সম্পাদিত)। [৮ মাঘ ১৪১০ বঙ্গাব্দ]। কাব্য-গীতি
(মাঢ়-কাওয়ালী)। গান-৪৪৭। পৃষ্ঠা:
১১৬।
- চোখের চাতক (পৌষ ১৩৩৬ বঙ্গাব্দ।
২১ ডিসেম্বর, ১৯২৯ খ্রিষ্টাব্দ)। [নজরুল-রচনাবলী,
দ্বিতীয় খণ্ড (বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩।
ফেব্রুয়ারি ২০০৭)] -এর ৪৪ সংখ্যক গান।
পৃষ্ঠা: ২২৩।
- পত্রিকা: সঙ্গীত
বিজ্ঞান প্রবেশিকা। শ্রাবণ, ১৩৩৯ (স্বরলিপি-সহ)। স্বরলিপিকার - শৈলেশ
দত্তগুপ্ত।
২.
রেকর্ড সূত্র :
- ১৯৩২
খ্রিষ্টাব্দের জুন মাসে
H.M.V. রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড
প্রকাশ করে। রেকর্ড নং
N.
7001.
। শিল্পী ছিলেন মিস্ কমলা ঝরিয়া।
- ১৯৩৫
খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে
TWIN.
রেকর্ড কোম্পানি গানটির দ্বিতীয় রেকর্ড
প্রকাশ করে। রেকর্ড নং
F.T. 4028.
। এই সময়ও শিল্পী ছিলেন কমলা ঝরিয়া।
৩. রচনাকাল :
গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩২
খ্রিষ্টাব্দের জুন মাসে
H.M.V.
রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
গানটি নজরুল ইসলামের ৩৩ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।
৪.
প্রাসঙ্গিক পাঠ :
নিম্নে প্রদত্ত অংশটুকু গানটির শেষ অন্তরা, যা নজরুল-সঙ্গীত
সংগ্রহ, -গ্রন্থে অন্তর্ভুক্ত করা হয় নি।
-
যদি গান থামে মোর মুখে,
ফিরিয়া যেয়ো না, বীণা রবে তবু বুকে,
নাহি গান, কুলায়েতে (দুখ নীড়ে) আছে তবু পাখী।
ঘুম
ভাঙায়ো চুমি'
আঁখি॥
[সূত্র:
চোখের চাতক (পৌষ ১৩৩৬ বঙ্গাব্দ।
২১ ডিসেম্বর, ১৯২৯ খ্রিষ্টাব্দ)। [নজরুল-রচনাবলী,
দ্বিতীয় খণ্ড (বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩।
ফেব্রুয়ারি ২০০৭)] -এর ৪৪ সংখ্যক গান।
পৃষ্ঠা: ২২৩]।
- গানটির শেষে
স্থায়ীতে প্রত্যাবর্তন নাই।
[নজরুল-সঙ্গীত
স্বরলিপি, ছাব্বিশতম খণ্ড,
(নজরুল ইন্সটিটিউট, আশ্বিন ১৪১২, সেপ্টেম্বর ২০০৫) -এর
১৪ সংখ্যক গান। পৃষ্ঠা: ৫৪-৫৮]।
-
-বি.দ্র.: ১৯৩২ সালের জুন মাসে
H.M.V. হতে প্রকাশিত
N. 7001. নং রেকর্ডে কমলা ঝরিয়া গানটি গেয়েছিলেন। এই
স্বরলিপির সুর রেকর্ড অনুসারী। সুরকার হিসাবে নজরুলের উল্লেখ লক্ষনীয়।
-সম্পাদক॥॥
[নজরুল-সঙ্গীত,
আদি স্বরলিপি সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট,
আশ্বিন ১৪০৬।
অক্টোবর ১৯৯৯) -এর ১০
সংখ্যক গান। পৃষ্ঠা: ২৫-২৬]।
৫.
সুরকার:
নজরুল ইসলাম।
৬.
স্বরলিপিকার :
- এস. এম. আহসান
মুর্শেদ। [নজরুল-সঙ্গীত
স্বরলিপি, ছাব্বিশতম খণ্ড,
(নজরুল ইন্সটিটিউট, আশ্বিন ১৪১২, সেপ্টেম্বর ২০০৫) -এর
১৪ সংখ্যক গান। পৃষ্ঠা: ৫৪-৫৮]।
- শৈলেশকুমার দত্তগুপ্ত।
[নজরুল-সঙ্গীত,
আদি স্বরলিপি সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট,
আশ্বিন ১৪০৬।
অক্টোবর ১৯৯৯) -এর ১০
সংখ্যক গান। পৃষ্ঠা: ২৫-২৬]।
- নিতাই ঘটক। [একশো
গানের নজরুল স্বরলিপি, ষষ্ঠ খণ্ড, (হরফ প্রকাশনী, জ্যৈষ্ঠ
১৩৯৬। মে ১৯৮৯) -এর ১১১ সংখ্যক গান।
পৃষ্ঠা: ২৭২-২৭৪]।
- নিতাই ঘটক। [শ্রেষ্ঠ
নজরুল স্বরলিপি, (হরফ প্রকাশনী, Deluxe Edition : July 2011)
[মান্দ্ - কাওয়ালি] -এর ১১১ সংখ্যক গান।
পৃষ্ঠা:
২৭২-২৭৪]।
৭.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ:
মাঢ়।
মাণ্ড মিশ্র।
তাল:
- কাহারবা। [নজরুল-সঙ্গীত
সংগ্রহ,
(নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ১৫৫
সংখ্যক গান। পৃষ্ঠা: ৪৯]।
- কাওয়ালি। [একশো
গানের নজরুল স্বরলিপি, ষষ্ঠ খণ্ড, (হরফ প্রকাশনী, জ্যৈষ্ঠ
১৩৯৬। মে ১৯৮৯) -এর ১১১ সংখ্যক গান।
পৃষ্ঠা: ২৭২-২৭৪]।
উল্লেখ্য, 'কাওয়ালি' তাল "ত্রিতাল"কেই বুঝায়।
সুরের অঙ্গ:
গজল।
পর্যায়:
গ্রহস্বর:
-
সা। [নজরুল-সঙ্গীত
স্বরলিপি, ছাব্বিশতম খণ্ড,
(নজরুল ইন্সটিটিউট, আশ্বিন ১৪১২, সেপ্টেম্বর ২০০৫) -এর
১৪ সংখ্যক গান। পৃষ্ঠা: ৫৪-৫৮]।
-
সা। [নজরুল-সঙ্গীত,
আদি স্বরলিপি সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট,
আশ্বিন ১৪০৬।
অক্টোবর ১৯৯৯) -এর ১০
সংখ্যক গান। পৃষ্ঠা: ২৫-২৬]।
-বি.দ্র.: ১৯৩২ সালের জুন মাসে
H.M.V. হতে প্রকাশিত
N. 7001. নং রেকর্ডে কমলা ঝরিয়া গানটি গেয়েছিলেন। এই
স্বরলিপির সুর রেকর্ড অনুসারী। সুরকার হিসাবে নজরুলের উল্লেখ লক্ষনীয়।
-সম্পাদক॥॥
-
সসা। [একশো
গানের নজরুল স্বরলিপি, ষষ্ঠ খণ্ড, (হরফ প্রকাশনী, জ্যৈষ্ঠ
১৩৯৬। মে ১৯৮৯) -এর ১১১ সংখ্যক গান।
পৃষ্ঠা: ২৭২-২৭৪]।
- সসা। [শ্রেষ্ঠ
নজরুল স্বরলিপি, (হরফ প্রকাশনী, Deluxe Edition : July 2011)
[মান্দ্ - কাওয়ালি] -এর ১১১ সংখ্যক গান।
পৃষ্ঠা:
২৭২-২৭৪]।