১৫৫.
 রাগ: মাঢ়, তাল: কাহার্‌বা

পরদেশী বঁধু ! ঘুম ভাঙায়ো চুমি' আঁখি
যদি গো নিশীথ জেগে ঘুমাইয়া থাকি।
                         আমি ঘুমাইয়া থাকি
            ঘুম ভাঙায়ো চুমি' আঁখি

যদি দীপ নেভে গো কুটিরে
বাতায়ন-পানে চাহি
' যেয়ো না গো ফিরে',
নিভেছে আঁখি শিখা প্রাণ আছে বাকি
            আজো প্রাণ আছে বাকি
            ঘুম ভাঙায়ো চুমি' আঁখি

ভাবসন্ধান:

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র :

৩. রচনাকাল : গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩২ খ্রিষ্টাব্দের জুন মাসে H.M.V. রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
          গানটি নজরুল ইসলামের ৩৩ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।

৪. প্রাসঙ্গিক পাঠ :  নিম্নে প্রদত্ত অংশটুকু গানটির শেষ অন্তরা, যা নজরুল-সঙ্গীত সংগ্রহ, -গ্রন্থে অন্তর্ভুক্ত করা হয় নি।

. সুরকার: নজরুল ইসলাম।

৬. স্বরলিপিকার :

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ: মাঢ় মাণ্ড মিশ্র।
তাল:

সুরের অঙ্গ: গজল।
পর্যায়: 

গ্রহস্বর: