১৫৫৬.
রাগ : সিংহেন্দ্র মধ্যম (দক্ষিণী রাগ), তাল : আদ্ধা।

        পরদেশী মেঘ যাও রে ফিরে।
          বলিও আমার পরদেশী রে॥
          সে দেশে যবে বাদল ঝরে
          কাঁদে নাকি প্রাণ একেলা ঘরে,
বিরহ-ব্যথা নাহি কি সেথা বাজে না বাঁশি নদীর তীরে॥
বাদল-রাতে ডাকিলে 'পিয়া পিয়া পাপিয়া',
বেদনায় ভ'রে ওঠে নাকি রে কাহারো হিয়া।
          ফোটে যবে ফুল, ওঠে যবে চাঁদ
          জাগে না সেথা কি প্রাণে কোন সাধ,
দেয় না কেহ গুরু গঞ্জনা সে দেশে বুঝি কুলবতী রে॥

ভাবসন্ধান:

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র : গানটির কোনো রেকর্ড পাওয়া যায় নাই।

৩. রচনাকাল : গানটির রচনাকাল সম্পর্কে কিছু জানা যায় না।

৪. প্রাসঙ্গিক পাঠ :  ব্রহ্মমোহন ঠাকুর -রচিত নজরুল সঙ্গীত নির্দেশিকা, ১৬০৮ সংখ্যক গান (নজরুল ইন্সটিটিউট, জ্যৈষ্ঠ ১৪১৬। মে ২০০৯) পৃষ্ঠা: ৪৪৫। -গ্রন্থটিতে  গানটি সম্পর্কে একটি বিশেষ তথ্য পাওয়া যায়, তা হল,−−

. সুরকার:

. স্বরলিপিকার :

. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :  
রাগ
দক্ষিণী রাগ সিংহেন্দ্র মধ্যম ।
তাল:
আদ্ধা।
সুরের অঙ্গ:
পর্যায়: রাগ-প্রধান গান।
গ্রহস্বর: মা।