১৫৫৬.
রাগ :
সিংহেন্দ্র মধ্যম (দক্ষিণী রাগ), তাল : আদ্ধা।
পরদেশী মেঘ যাও রে ফিরে।
বলিও আমার পরদেশী রে॥
সে
দেশে যবে বাদল ঝরে
কাঁদে নাকি প্রাণ একেলা ঘরে,
বিরহ-ব্যথা নাহি কি সেথা বাজে না বাঁশি নদীর তীরে॥
বাদল-রাতে ডাকিলে 'পিয়া পিয়া পাপিয়া',
বেদনায় ভ'রে ওঠে নাকি রে কাহারো হিয়া।
ফোটে যবে ফুল, ওঠে যবে চাঁদ
জাগে না সেথা কি প্রাণে কোন সাধ,
দেয় না কেহ গুরু গঞ্জনা সে দেশে বুঝি কুলবতী রে॥
ভাবসন্ধান:
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
নজরুল-সঙ্গীত সংগ্রহ, ১৫৫৬ সংখ্যক গান (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। পৃষ্ঠা: ৪৬৭।
একশো গানের নজরুল স্বরলিপি, তৃতীয় খণ্ড, ৭০ সংখ্যক গান (হরফ প্রকাশনী, জুলাই ১৯৯৩)। পৃষ্ঠা: ১৮৮-১৯০।
সুনির্বাচিত নজরুল গীতির স্বরলিপি, প্রথম খণ্ড, ৬ সংখ্যক গান (সাহিত্যম, মহালয়া ১৩৮২ বঙ্গাব্দ। অক্টোবর ১৯৭৫ খ্রিষ্টাব্দ)। পৃষ্ঠা: ২৩-২৫।
নজরুল-গীতি, অখণ্ড। রাগ-প্রধান গান, ৮৮৮ সংখ্যক গান (হরফ প্রকাশনী, মাঘ ১৪১০। জানুয়ারি ২০০৪)। পৃষ্ঠা: ২২৪।
২. রেকর্ড সূত্র : গানটির কোনো রেকর্ড পাওয়া যায় নাই।
৩. রচনাকাল : গানটির রচনাকাল সম্পর্কে কিছু জানা যায় না।
৪. প্রাসঙ্গিক পাঠ : ব্রহ্মমোহন ঠাকুর -রচিত নজরুল সঙ্গীত নির্দেশিকা, ১৬০৮ সংখ্যক গান (নজরুল ইন্সটিটিউট, জ্যৈষ্ঠ ১৪১৬। মে ২০০৯) পৃষ্ঠা: ৪৪৫। -গ্রন্থটিতে গানটি সম্পর্কে একটি বিশেষ তথ্য পাওয়া যায়, তা হল,−−
সূত্র :
পাণ্ডুলিপি (আবদুল আজীজ-আল-আমানের কাছে রক্ষিত)।
বি.দ্র.:
পাণ্ডুলিপিতে কবির সুর নির্দেশ
'রাগ-সিংহেন্দ্র মধ্যম' কিন্তু কাজী অনিরুদ্ধ পরিবর্তিত সুরে
স্বরলিপি করেছেন।
৫. সুরকার:
৬. স্বরলিপিকার :
৭.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ: দক্ষিণী
রাগ
−
সিংহেন্দ্র
মধ্যম ।
তাল:
আদ্ধা।
সুরের অঙ্গ:
পর্যায়: রাগ-প্রধান গান।
গ্রহস্বর: মা।