বিষয় :
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ১৫৫৮
শিরোনাম
:
বৈকালি
সুরে গাও চৈতালি
গান, বসন্ত হয় অবসান।
পাঠ ও পাঠভেদ:
তালঃ কাহার্বা
বেসুর বীণায় ব্যথার সুরে বাঁধব গো॥
পাষাণ বুকে নিঝর হয়ে কাঁদব গো॥
কুলের কাঁটায় স্বর্ণলতার দুলব হার,
ফণির ডেরায়, কেয়ার কানন ফাঁদব গো॥
ব্যাধের হাতে শুনব সাধের বংশি-সুর
আসলে মরণ চরণ ধরে সাধব গো॥
বাদল-ঝড়ে জ্বালব দীপ বিদ্যুৎলতার,
প্রলয়-জটায় চাঁদের বাঁধন ছাঁদব গো॥
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান: