১৫৮২.
        রাগ : রক্তহংস সারং, তাল : আদ্ধা

            বল রাঙা হংসদূতি তা'র বারতা।
            দাও তা'র বিরহ-লিপি, বল সে কোথা॥
            কেমনে কাটে তা'র অলস বেলা
            আজো কি গাঙের ধারে কাঁদে একেলা,
            দু'জনের আশা-তরী ডুবিল যথা॥
            দীপ জ্বালেনি কি কেউ তাহার ঘরে,
            ভাঙা ঘর বেঁধেছে কি নূতন ক'রে।
            দেখা হ'লে তা'রে কহিও নিরালায়
            আমি মরিয়াছি
মোর প্রেম মরেনি, হায়!
(মোর)    অন্তরে সে আজো অন্তর-দেবতা॥

ভাবসন্ধান:

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র : পাওয়া যায় নি।

৩. রচনাকাল : গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ৬ই এপ্রিল তারিখে বেতারের 'সারঙ্গ রঙ্গ' নামক অনুষ্ঠানে গানটি প্রথম সম্প্রচারিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর।

৪. প্রাসঙ্গিক পাঠ :  

. সুরকার: কাজী নজরুল ইসলাম।

৬. স্বরলিপিকার :

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ: রক্তহংস সারং।
তাল: আদ্ধা।
পর্যায়: রাগ-প্রধান গান।
সুরের অঙ্গ:

গ্রহস্বর
: সা।