১৫৮২.
রাগ : রক্তহংস সারং, তাল : আদ্ধা
বল রাঙা হংসদূতি তা'র বারতা।
দাও তা'র
বিরহ-লিপি, বল সে কোথা॥
কেমনে কাটে
তা'র অলস বেলা
আজো কি গাঙের
ধারে কাঁদে একেলা,
দু'জনের
আশা-তরী ডুবিল যথা॥
দীপ জ্বালেনি
কি কেউ তাহার ঘরে,
ভাঙা ঘর
বেঁধেছে কি নূতন ক'রে।
দেখা হ'লে
তা'রে কহিও নিরালায়
আমি মরিয়াছি
─
মোর প্রেম মরেনি, হায়!
(মোর) অন্তরে সে আজো অন্তর-দেবতা॥
ভাবসন্ধান:
১.
প্রকাশ ও
গ্রন্থভুক্তি:
- নজরুল-সঙ্গীত
সংগ্রহ,
(নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর
১৫৮২
সংখ্যক গান। পৃষ্ঠা: ৪৭৪।
- একশো গানের নজরুল স্বরলিপি,
প্রথম খণ্ড, (হরফ প্রকাশনী, পৌষ ১৪০৬।
জানুয়ারি ২০০০) -এর ৬১ সংখ্যক
গান।
পৃষ্ঠা: ১৪৪-১৪৬।
- সুনির্বাচিত নজরুল গীতির স্বরলিপি,
পঞ্চম খণ্ড, (সাহিত্যম্) -এর ৬ সংখ্যক গান।
পৃষ্ঠা: ১৮-১৯।
- নবরাগ
(নজরুল ইনস্টিটিউট, সেপ্টেম্বর ২০০৫
খ্রিষ্টাব্দ) -এর ২১ সংখ্যক গান। পৃষ্ঠা:
৫২-৫৩।
- নবরাগ
(হরফ প্রকাশনী, জ্যৈষ্ঠ ১৩৭৯ বঙ্গাব্দ)
-এর ২১ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৫৭-৫৮। স্বরলিপি: জগৎ ঘটক। কাজী
অনিরুদ্ধ। (ভূমিকায়-বিস্তারিত)
- নজরুল গীতি, অখণ্ড (আব্দুল আজীজ
আল-আমান, সম্পাদিত)। [হরফ প্রকাশনী, মাঘ ১৪১০। জানুয়ারি ২০০৪]।
রাগ-প্রধান গান। গান-৯০৮। পৃষ্ঠা: ২২৮।
- বেতার : ১. গীতিচিত্র-সারঙ্গ রঙ্গ।
(বিভিন্ন সারঙ্গ রাগে রচিত গানের অনুষ্ঠান)। শিল্পী-শৈল দেবী। সুর-নজরুল।
প্রচার তারিখ-০৬ এপ্রিল, ১৯৪০ খ্রিষ্টাব্দ। ২৩ নভেম্বর, ১৯৪০ খ্রিষ্টাব্দ। ১৪
ফেব্রুয়ারি, ১৯৪২ খ্রিষ্টাব্দ।
(বি.দ্র.: নজরুল এক্ষেত্রে শুদ্ধ নিষাদ যুক্ত বিলাবল ঠাটের রক্তহংস সারং গ্রহণ
করেছেন)।
২.
অনুষ্ঠান-হারামণি। প্রচার তারিখ-১৯ ডিসেম্বর, ১৯৪০ খ্রিষ্টাব্দ। শিল্পী-নজরুল।
[সূত্র: পাণ্ডুলিপি ('উদাসী ভৈরব', পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত আকাদেমী)।]
২.
রেকর্ড সূত্র :
পাওয়া যায় নি।
৩. রচনাকাল :
গানটির রচনাকাল
সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ৬ই
এপ্রিল তারিখে বেতারের 'সারঙ্গ রঙ্গ' নামক অনুষ্ঠানে গানটি প্রথম
সম্প্রচারিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর।
৪.
প্রাসঙ্গিক পাঠ :
- ১৯৪০ খ্রিষ্টাব্দের ১৯শে ডিসেম্বর
সন্ধ্যা ৭-২০ মিনিটে 'হারামণি'র পঞ্চদশ অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে
পরিবেশিত হয়েছিল রাগ 'রক্ত হংস সারঙ্গ'। এই অনুষ্ঠানে কাজী নজরুল ইসলাম
তাঁর রচিত এই গানটি ব্যঞ্জনা সহকারে গেয়ে শুনিয়েছিলেন। অনুষ্ঠানটি রচনা
ও সার্বিক পরিচালনায় নজরুল ইসলামের সাথে ছিলেন সুরেশচন্দ্র চক্রবর্তী।
[সূত্র:
নজরুল যখন বেতারে।
আসাদুল হক (বাংলাদেশ শিল্পকলা একাডেমী, চৈত্র ১৪০৫। মার্চ ১৯৯৯) হারামণি (১৫)
পৃষ্ঠা: ১৮২।]
৫.
সুরকার: কাজী নজরুল ইসলাম।
৬.
স্বরলিপিকার :
- কাজী অনিরুদ্ধ। [সুনির্বাচিত নজরুল গীতির স্বরলিপি,
পঞ্চম খণ্ড, (সাহিত্যম্) -এর ৬ সংখ্যক গান।
পৃষ্ঠা: ১৮-১৯।]
- জগৎ ঘটক। [নবরাগ
(নজরুল ইনস্টিটিউট, সেপ্টেম্বর ২০০৫
খ্রিষ্টাব্দ) -এর ২১ সংখ্যক গান। পৃষ্ঠা:
৫২-৫৩।]
৭.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ:
রক্তহংস সারং।
তাল: আদ্ধা।
পর্যায়:
রাগ-প্রধান গান।
সুরের অঙ্গ:
গ্রহস্বর:
সা।