১৫৮.
      রাগ : আনন্দী
বলেছিলে ভুলিবে না মোরে।
ভুলে গেলে হায়, কেমন ক'রে॥
নিশীথের স্বপনে কে যেন কহে
ধরণীর প্রেম সে কি স্মরণে রহে,
ফুলের মতন ফুটে যায় রে ঝ'রে॥
বোঝে না বিরহী মন অসহায়,
যত নাহি পায় তত জড়াইতে চায়।
যত দূরে যাও তত, তব গাওয়া গান
কেন স্মৃতিপথে এসে কাঁদায় এ প্রাণ,
আঁখিতে দেখি না দেখি আঁখির লোরে॥

ভাবসন্ধান:

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র : ১৯৪১ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে সেনোলা. রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে।  শিল্পী ছিলেন বিমল ভূষণ। রেকর্ডটি পরবর্তীতে বাতিল হয়।
[সূত্র: ১. সেনোলা কোম্পানীর রেজিস্টার  এবং  ২. বিমল ভূষণের গানের খাতা।]

৩. রচনাকাল : গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে সেনোলা. রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী, এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪২ বৎসর।

৪. প্রাসঙ্গিক পাঠ :  

. সুরকার: কাজী নজরুল ইসলাম।

৬. স্বরলিপিকার :

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ: আনন্দী।
তাল: ত্রিতাল।
পর্যায়: রাগ-প্রধান গান।
সুরের অঙ্গ:

গ্রহস্বর
: সা।