১৫৮৩.
রাগ : আনন্দী
বলেছিলে
ভুলিবে না মোরে।
ভুলে গেলে হায়, কেমন ক'রে॥
নিশীথের স্বপনে কে যেন কহে
ধরণীর প্রেম সে কি স্মরণে রহে,
ফুলের মতন ফুটে যায় রে ঝ'রে॥
বোঝে না বিরহী মন অসহায়,
যত নাহি পায় তত জড়াইতে চায়।
যত দূরে যাও তত, তব গাওয়া গান
কেন স্মৃতিপথে এসে কাঁদায় এ প্রাণ,
আঁখিতে দেখি না দেখি আঁখির লোরে॥
ভাবসন্ধান:
১.
প্রকাশ ও
গ্রন্থভুক্তি:
- নজরুল-সঙ্গীত
সংগ্রহ,
(নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর
১৫৮৩
সংখ্যক গান। পৃষ্ঠা: ৪৭৪।
- একশো গানের নজরুল
স্বরলিপি, তৃতীয় খণ্ড, (হরফ প্রকাশনী, জুলাই ১৯৯৩) -এর
৮৬ সংখ্যক গান। পৃষ্ঠা: ২১৮-২১৯।
- সুনির্বাচিত নজরুল গীতির স্বরলিপি,
দ্বিতীয় খণ্ড, (সাহিত্যম, শ্রাবণ ১৩৮৩। আগষ্ট ১৯৭৬) -এর
৮৬ সংখ্যক গান। পৃষ্ঠা: ১৯০-১৯১।
- শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি, (হরফ
প্রকাশনী, Deluxe Edition : July 2011) -এর
২৭৩ সংখ্যক গান।
পৃষ্ঠা:
৬৮৫-৬৮৬।
- নজরুল গীতি, অখণ্ড (আব্দুল আজীজ
আল-আমান, সম্পাদিত)। [হরফ প্রকাশনী, মাঘ ১৪১০। জানুয়ারি ২০০৪]।
রাগ-প্রধান গান। গান-৯০৯। পৃষ্ঠা: ২২৮।
- বেতার : অনুষ্ঠান-হারামণি। প্রচার তারিখ-২০
নভেম্বর, ১৯৪১ খ্রিষ্টাব্দ। শিল্পী-নজরুল। রাগ-আনন্দী। তাল ত্রিতাল।
[সূত্র: পাণ্ডুলিপি ('উদাসী ভৈরব', পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত আকাদেমী)।]
২.
রেকর্ড সূত্র :
১৯৪১ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর
মাসে সেনোলা. রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। শিল্পী ছিলেন
বিমল ভূষণ। রেকর্ডটি পরবর্তীতে বাতিল হয়।
[সূত্র: ১. সেনোলা কোম্পানীর রেজিস্টার এবং ২. বিমল ভূষণের গানের
খাতা।]
৩. রচনাকাল :
গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না।
১৯৪১ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর
মাসে সেনোলা.
রেকর্ড
কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
এই সময় নজরুল ইসলামের বয়স ছিল
৪২ বৎসর।
৪.
প্রাসঙ্গিক পাঠ :
- ১৯৪১ খ্রিষ্টাব্দের ২০শে নভেম্বর
সন্ধ্যা ৭.৪০ মিনিটে 'হারামণি'র ষড়বিংশ অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে
পরিবেশিত হয়েছিল রাগ 'আনন্দী'। এই অনুষ্ঠানে কাজী নজরুল ইসলাম তাঁর রচিত
এই গানটি ব্যঞ্জনা সহকারে পরিবেশন করেছিলেন। অনুষ্ঠানটি রচনা
ও সার্বিক পরিচালনায় নজরুল ইসলামের সাথে ছিলেন সুরেশচন্দ্র চক্রবর্তী।
[সূত্র:
নজরুল যখন বেতারে।
আসাদুল হক (বাংলাদেশ শিল্পকলা একাডেমী, চৈত্র ১৪০৫। মার্চ ১৯৯৯) হারামণি (২৬)
পৃষ্ঠা: ২১৬।]
৫.
সুরকার: কাজী নজরুল ইসলাম।
৬.
স্বরলিপিকার :
- কাজী অনিরুদ্ধ।
[সুনির্বাচিত নজরুল গীতির স্বরলিপি,
দ্বিতীয় খণ্ড, (সাহিত্যম, শ্রাবণ ১৩৮৩। আগষ্ট ১৯৭৬) -এর
৮৬ সংখ্যক গান। পৃষ্ঠা: ১৯০-১৯১।]
- নিতাই ঘটক। [শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি,
(হরফ প্রকাশনী, Deluxe Edition : July 2011) -এর
২৭৩ সংখ্যক গান।
পৃষ্ঠা:
৬৮৫-৬৮৬।]
৭.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ:
আনন্দী।
তাল: ত্রিতাল।
পর্যায়:
রাগ-প্রধান গান।
সুরের অঙ্গ:
গ্রহস্বর:
সা।