১৫৮৫.
রাগ : বসন্ত মুখারী, তাল : ত্রিতাল

বসন্ত মখর আজি।
দক্ষিণ সমীরণে মর্মর গুঞ্জনে
বনে বনে বিহবল বাণী ওঠে বাজি'॥

অকারণ ভাষা তার ঝরঝর ঝরে
মুহু মুহু কুহু কুহু পিয়া পিয়া স্বরে,
পলাশ বকুলে অশোক শিমুলে

সাজানো তাহার কল-কথার সাজি

দোয়েল মধুপ বন-কপোত কূজনে,
ঘুম ভেঙে দেয় ভোরে বাসর শয়নে।
মৌনী আকাশ সেই বাণী-বিলাসে
অস্ত চাঁদের মুখে মৃদু মৃদু হাসে,
বিরহ-শীর্ণা গিরি-ঝর্ণার তীরে

পাহাড়ি বেণু হাতে ফেরে সুর ভাঁজি'॥

ভাবসন্ধান:

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র : রেকর্ড পাওয়া যায় নি।

৩. রচনাকাল : গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের ১৩ই ডিসেম্বর তারিখে বেতারের 'হারামণি' নামক অনুষ্ঠানে গানটি প্রথম সম্প্রচারিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪০ বৎসর।

৪. প্রাসঙ্গিক পাঠ :  

. সুরকার: শৈলেশ দত্তগুপ্ত। (সুরকার হিসাবে শৈলেশ দত্তগুপ্তের নাম থাকলেও, তথ্যটি ভুল। সুরকার নিঃসন্দেহে নজরুল)।
                  [সূত্র :
নজরুল সঙ্গীত নির্দেশিকা। ব্রহ্মমোহন ঠাকুর (নজরুল ইন্সটিটিউট, জ্যৈষ্ঠ ১৪১৬। মে ২০০৯) -এর ১৮১৯ সংখ্যক গান পৃষ্ঠা: ৫০৭।]

৬. স্বরলিপিকার :

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ: বসন্ত মুখারী।
তাল: ত্রিতাল।
পর্যায়: রাগ-প্রধান গান।
সুরের অঙ্গ:

গ্রহস্বর
: সা।