১৬২.
 
          তাল: কাহার‌বা

মোরে
    ভালোবাসায় ভুলিয়ো না
                        পাওয়ার আশায় ভুলিয়ো
মোরে
    আদর দিয়ে দুলিয়ো না
                        আঘাত দিয়ে দুলিয়ো
\
                হে প্রিয় মোর একি মোহ
                এ প্রাণ শুধু চায় বিরহ
তুমি
    কঠিন সুরে বেঁধে আমায়
                        সুরের লহর তুলিয়ো
\
প্রভু    শান্তি চাহে জুড়াতে সব
                        আমি চাহি পুড়িতে
                সুখের ঘরে আগুন জ্বেলে

                        পথে পথে ঝুরিতে;
                বঁধু    পথে পথে ঝুরিতে।
                        নগ্ন দিনের আলোকেতে
                        চাহি না তোমায় ব
ক্ষে পেতে
তুমি
    ঘুমের মাঝে স্বপনেতে
                        হৃদয়-দুয়ার খুলিয়ো
\

ভাবসন্ধান:

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র:

৩. রচনাকাল: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানি থেকে এই গানটির প্রথম রেকর্ড করার সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৮ বৎসর।

৪. প্রাসঙ্গিক পাঠ: 

৫. সুরকার: শৈলেশ দত্তগুপ্ত।

. স্বরলিপিকার:

. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
তাল:
কাহার‌বা
গ্রহস্বর: সা।