১৬৩.
রাগ:
কৌশী, তাল: ত্রিতাল

শ্মশানে জাগিছে শ্যামা
          অন্তিমে সন্তানে নিতে কোলে
জননী শান্তিময়ী বসিয়া আছে ঐ
            চিতার আগুন ঢেকে স্নেহ-আঁচলে
সন্তানে দিতে কোল ছাড়ি
' সুখ কৈলাস
বরাভয় রূপে মা শ্মশানে করেন বাস,
কি ভয় শ্মশানে শান্তিতে যেখানে
            ঘুমাবি জননীর চরণ-তলে
জ্বলিয়া মরিলি কে সংসারে জ্বালায়
তাহারে ডাকিছে মা
'কোলে আয়, কোলে আয়'
জীবনে শ্রান্ত ওরে ঘুম পাড়াইতে তোরে
            কোলে তুলে নেয় মা মরণেরি ছলে

ভাবসন্ধান:

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র: ১৯৩৭ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানি থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়। রেকর্ড নম্বর - এন. ৯৯৭৪। শিল্পী: জ্ঞান গোস্বামী।

৩. রচনাকাল: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানি থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশের সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৮ বৎসর।

৪. প্রাসঙ্গিক পাঠ: 

৫. সুরকার: কাজী নজরুল ইসলাম।

. স্বরলিপিকার:

. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
রাগ:  কৌশী/কৌশিক
রাগ পরিচিতি:

তাল:ত্রিতাল।
সুরের অঙ্গ: খেয়াল।
পর্যায়: শ্যামা সঙ্গীত।
গ্রহস্বর: সা।