১৬৩.
রাগ:
কৌশী, তাল: ত্রিতাল
শ্মশানে জাগিছে শ্যামা
অন্তিমে সন্তানে নিতে কোলে
জননী শান্তিময়ী বসিয়া আছে ঐ
চিতার আগুন ঢেকে স্নেহ-আঁচলে॥
সন্তানে দিতে কোল ছাড়ি'
সুখ কৈলাস
বরাভয় রূপে মা শ্মশানে করেন বাস,
কি ভয় শ্মশানে শান্তিতে যেখানে
ঘুমাবি জননীর চরণ-তলে॥
জ্বলিয়া মরিলি কে সংসারে জ্বালায়
তাহারে ডাকিছে মা
'কোলে
আয়, কোলে আয়'
জীবনে শ্রান্ত ওরে ঘুম পাড়াইতে তোরে
কোলে
তুলে নেয় মা মরণেরি ছলে॥
ভাবসন্ধান:
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
২. রেকর্ড সূত্র: ১৯৩৭ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানি থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়। রেকর্ড নম্বর - এন. ৯৯৭৪। শিল্পী: জ্ঞান গোস্বামী।
৩. রচনাকাল: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানি থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশের সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৮ বৎসর।
৪. প্রাসঙ্গিক পাঠ:
'জ্ঞান গোস্বামী'র রেকর্ড
করা এই গানটি যিনি শুনেছেন, তিনি নিশ্চয় জানেন যে গানটি "খেয়ালের" পদ্ধতিতে
গাওয়া হ'য়েছে −−
অর্থাৎ ছাড়া তালে গেয়েছেন, কারণ তা নাহ'লে এই গানের মর্য্যাদা থাক্তো না।
কবির শ্যামাসঙ্গীতের মধ্যে "শ্মশান্কালীর" এইরূপ, আর কোথাও নেই। শ্যামা
সঙ্গীতের জগতে এই গানটির আর জোড়া নেই এবং হবে কিনা তাও বলা কঠিন। তবুও যতখানি
বাঁধা যায়, সেইভাবে স্বরলিপি বদ্ধ করা হয়েছে।
[সূত্র: একশো গানের নজরুল স্বরলিপি, প্রথম খণ্ড,
(হরফ প্রকাশনী, পৌষ ১৪০৬। জানুয়ারি ২০০০)
-এর ৩৭ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৯৩-৯৪]।
এই গানটির স্বরলিপি 'কাজী
নজরুলের' সাহচর্যে রচিত এবং 'ভারতবর্ষ' পত্রিকায় (শ্রাবণ ১৩৪৫) প্রথম প্রকাশিত।
'সুরবাহার' পুস্তকে 'কমল দাশগুপ্ত' -কৃত এই গানটির স্বরলিপিতে ত্রুটি আছে এবং
তার প্রতিবাদও দেখা গেছে "কম্পাস" নামে সাপ্তাহিক পত্রিকার ১১ই জ্যৈষ্ঠ, ১৩৭৫
সংখ্যায়। গানখানি আদি সুরে 'জ্ঞান গোস্বামী'
−−কর্ত্তৃক
H.M.V. -তে রেকর্ড করা হয়েছিল। স্বরলিপিটি এখানে
পুনরায় ছাপিলাম। ইতি স্বরলিপিকার।
[সূত্র: একশো গানের নজরুল স্বরলিপি, দ্বিতীয় খণ্ড, (হরফ প্রকাশনী,
পৌষ ১৪০৬। জানুয়ারি ২০০০) -এর ৫৫ সংখ্যক গান।
পৃষ্ঠা: ১২৪-১২৬]।
যাঁরা ছাড়া তালে গাইতে
পারেন, তাঁরাই যেন এই গানটি গা'ন নইলে কবির প্রতি বড় বেশী অন্যায় করা হবে।
[সূত্র:
সুরবাহার,
(হরফ প্রকাশনী, শ্রাবণ ১৩৭৯) -এর
৩৭ সংখ্যক গান। পৃষ্ঠা: ১০৮-১১০]।
৫. সুরকার: কাজী নজরুল ইসলাম।
৬. স্বরলিপিকার:
৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
এই রাগ আশাবরী ঠাটের ন্যায় ; জাতি খাড়ব
তাল:ত্রিতাল।
সুরের অঙ্গ: খেয়াল।
পর্যায়: শ্যামা সঙ্গীত।
গ্রহস্বর: সা।