১৬৬.
রাগ : মাঢ়,
তাল
:
কাহার্বা
যুগ যুগ ধরি'
লোকে-লোকে মোর
প্রভুরে খুঁজিয়া বেড়াই;
সংসারে গেহে, প্রীতি ও স্নেহে
আমার স্বামী বিনে
নাই
সুখে নাই॥
তাঁর
চরণ পাবার আশা ল'য়ে
মনে
ফুটিলাম ফুল হয়ে কত বার বনে,
পাখি হয়ে তাঁর নাম
শত বার গাহিলাম
তবু হায় কভু তাঁর দেখা নাহি পাই॥
গ্রহ-তারা হয়ে খুঁজেছি আকাশে,
দিকে দিকে ছুটেছি মিশিয়া বাতাসে,
পর্বত হয়ে নাম
কোটি যুগ ধিয়ালাম,
নদী হয়ে কাঁদিলাম খুঁজিয়া বৃথাই॥
ভাবসন্ধান:
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
২. রেকর্ড সূত্র : ১৯৩৫ খ্রিষ্টাব্দের জুলাই মাসে এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং- এন. ৭৩৭৭.। শিল্পী ছিলেন শঙ্কর মিশ্র (মহ. কাশেম)।
৩. রচনাকাল :
গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৫
খ্রিষ্টাব্দের
জুলাই মাসে
এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
গানটি নজরুল ইসলামের ৩৬ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।
৪. প্রাসঙ্গিক পাঠ :
৫. সুরকার:
৬. স্বরলিপিকার :
৭.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ:
মাঢ়।
তাল: কাহারবা।
পর্যায়: ভক্তিমূলক গান।
সুরের অঙ্গ: ভজন।
গ্রহস্বর: র্সধা।