১৬৭.
রাগ:
ভূপালী মিশ্র, তাল: কাহার্বা
দোলে প্রাণের কোলে প্রভুর নামের মালা।
সকাল সাঁঝে সকল কাজে জপি সে নাম নিরালা\
সেই নাম বসন-ভূষণ আমারি
সেই নামে ক্ষুধা-তৃষ্ণা নিবারি,
সেই নাম লয়ে বেড়াই কেঁদে’
সেই নামে আবার জুড়াই জ্বালা\
সেই
নামেরই নামাবলী গ্রহ-তারা রবি-শশী দোলে গগন-কোলে।
মধুর সেই নাম প্রাণে সদা বাজে,
মন লাগে না সংসার-কাজে,
সে নামে সদা মন মাতোয়ালা\
আদর-সোহাগ, মান-অভিমান আপন মনে তার সাথে;
কাঁদায়ে কাঁদি, পায়ে ধ’রে
সাধি,
কভু করি পূজা, কভু বুকে বাঁধি,
আমার স্বামী সে ভুবন-উজালা\
ভাবসন্ধান:
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
২. রেকর্ড সূত্র : ১৯৩৫ খ্রিষ্টাব্দের জুলাই মাসে এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং- এন. ৭৩৭৭.। শিল্পী ছিলেন শঙ্কর মিশ্র (কে. মল্লিক)।
৩. রচনাকাল :
গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৫
খ্রিষ্টাব্দের
জুলাই মাসে
এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
গানটি নজরুল ইসলামের ৩৬ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।
৪. প্রাসঙ্গিক পাঠ :
৫. সুরকার:
৬. স্বরলিপিকার :
৭.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ:
ভূপালী মিশ্র।
তাল:
কাহার্বা
(২+২ ছন্দ)।
পর্যায়: ভক্তিমূলক গান।
সুরের অঙ্গ:
ভজন।
গ্রহস্বর: সা।