১৬৭২.
রাগ : সৌরাষ্ট্র ভৈরব, তাল : ত্রিতাল

মদালস ময়ূর-বীণা কার বাজে।
অরুণ-বিভাসিত অম্বর মাঝে॥
কোন্ মহামৌনীর ধ্যান হ'ল ভঙ্গ?
নেচে' ফেরে অশান্ত মায়া-কুরঙ্গ,
তপোবনে রঙ্গে অনঙ্গ বিরাজে॥
নিদ্রিত রুদ্রের ললাট-বহ্নি,
পাশে তা'র নেচে ফেরে বনমালা তন্বী।
বিজড়িত জটাজুটে খেলে শিশু শশী
দেয় মালা-চন্দন ভীরু উর্বশী,
শঙ্কর সাজিল রে নটরাজ-সাজে॥

ভাবসন্ধান:

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র : পাওয়া যায় নি।

৩. রচনাকাল : গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ৮জানুয়ারি তারিখে বেতারের 'হারামণি' নামক অনুষ্ঠানে গানটি প্রথম সম্প্রচারিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর।

৪. প্রাসঙ্গিক পাঠ :  

. সুরকার:

৬. স্বরলিপিকার :

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ:  সৌরাষ্ট্র ভৈরব।
তাল: ত্রিতাল।
পর্যায়: রাগ-প্রধান গান।
সুরের অঙ্গ:

গ্রহস্বর
: সা।