১৬৯.
তাল:কাহার্বা
স্বপন যখন ভাঙবে তোমার দেখবে আমি নাই।
মোরে
শূন্য
তোমার বুকেরি কাছে খুঁজ্বে গো বৃথাই॥
দেখবে জেগে'
বাহুর'
পরে
আছে নীরব অশ্রু ঝ'রে
কাছ থেকেও ছিলাম দূরে যাই গো চ'লে
যাই॥
কাঁটার মতো ছিলাম বিঁধে আমি তোমার বুকে,
বিদায় নিলাম চিরতরে ঘুমাও তুমি সুখে (ওগো)।
একলা ঘরে জেগে'
ভোরে
হয়তো মনে পড়বে মোরে,
দূরে স'রে
হয়তো পাব অন্তরেতে ঠাঁই॥
ভাবসন্ধান:
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
২.
রেকর্ড সূত্র :
১৯৩৭
খ্রিষ্টাব্দের
মার্চ মাসে
এইচ.এম.ভি.
রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং- এন. ৯৮৬২.। শিল্পী ছিলেন
মিস্ অনিমা (বাদল)।
[সূত্র:
এইচ.এম.ভি. কোম্পানীর চুক্তিপত্র - ২৬ জানুয়ারি, ১৯৩৭ খ্রিষ্টাব্দ]
৩. রচনাকাল :
গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না।
২৬ জানুয়ারি, ১৯৩৭ খ্রিষ্টাব্দ
-এর এইচ.এম.ভি. কোম্পানীর চুক্তিপত্র থেকে জানা যায় যে,
১৯৩৭
খ্রিষ্টাব্দের
মার্চ
মাসে
এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
গানটি নজরুল ইসলামের ৩৮ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।
৪. প্রাসঙ্গিক পাঠ :
৫. সুরকার:
৬. স্বরলিপিকার :
৭.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ:
তাল: কাহারবা।
পর্যায়:
সুরের অঙ্গ:
গ্রহস্বর: