১৭০.
নাটক: 'অন্নপূর্ণা' (নাট্যকার : মণিলাল বন্দ্যোপাধ্যায়),
                
তাল: কাহার্‌বা
          
          যত ফুল তত ভুল কণ্টক জাগে
          মাটির পৃথিবী তাই এত ভালো লাগে
হেথা
    চাঁদে আছে কলঙ্ক, সাধে অবসাদ
হেথা
    প্রেমে আছে গুরুগঞ্জনা অপবাদ:
আছে
   মান-অভিমান পিরিতি-সোহাগে
হেথা
    হারাই হারাই ভয়, প্রিয়তমে তাই
          'ক্ষে জড়ায়ে কাঁদি ছাড়িতে না চাই।
          স্বর্গের প্রেমে নাই বিরহ-অনল
          সুন্দর আঁখি আছে, নাই আঁখি-জল;
          রাধার অশ্রু নাই কুমকুম-ফাগে

ভাবসন্ধান :

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র: ১৯৪১ খ্রিষ্টাব্দের জুন মাসে টুইন  রেকর্ড কোম্পানি থেকে এই গানটি প্রথম রেকর্ড প্রকাশ করা হয়েছিল। রেকর্ড নং- এফ.টি. ১৩৬০০। শিল্পী ছিলেন কুমারী মেনকা বন্দ্যোপাধ্যায়। সুর করেছিলেন চিত্ত রায়।

৩. রচনাকাল: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৯৪০ খ্রিষ্টাব্দের মার্চ মাসে গানটি ১ম 'অন্নপূর্ণা' নামক একটি নাটকে পরিবেশন করা হয়েছিল। এই সময় কাজী নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর।  

৪. প্রাসঙ্গিক পাঠ: 

৫. সুরকার:

. স্বরলিপিকার:

. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
তাল: কাহারবা।

গ্রহস্বর: