১৭০.
নাটক: 'অন্নপূর্ণা' (নাট্যকার : মণিলাল বন্দ্যোপাধ্যায়),
তাল:
কাহার্বা
যত ফুল তত ভুল কণ্টক জাগে
মাটির পৃথিবী তাই এত ভালো লাগে॥
হেথা
চাঁদে আছে কলঙ্ক, সাধে অবসাদ
হেথা
প্রেমে আছে গুরুগঞ্জনা অপবাদ:
আছে
মান-অভিমান পিরিতি-সোহাগে॥
হেথা
হারাই
হারাই
ভয়, প্রিয়তমে তাই
ব'ক্ষে
জড়ায়ে কাঁদি ছাড়িতে না চাই।
স্বর্গের
প্রেমে নাই বিরহ-অনল
সুন্দর আঁখি আছে, নাই আঁখি-জল;
রাধার অশ্রু নাই কুমকুম-ফাগে॥
ভাবসন্ধান :
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
নজরুল-সঙ্গীত সংগ্রহ
(নজরুল
ইন্সটিটিউট, মাঘ ১৪১৭, ফেব্রুয়ারি ২০১১) নামক গ্রন্থের
১৭০ সংখ্যক গান। পৃষ্ঠা: ৫৪।
- নজরুল-সঙ্গীত স্বরলিপি,
দশম খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, আষাঢ় ১৪০৪। জুন ১৯৯৭)
-এর ২৪ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৭৫-৭৭।
- একশো গানের নজরুল স্বরলিপি,
চতুর্থ খণ্ড, (হরফ প্রকাশনী, পৌষ ১৪০৬। জানুয়ারি ২০০০)
-এর ১০ সংখ্যক গান।
পৃষ্ঠা:
২০-২২।
- সুনির্বাচিত নজরুল গীতির স্বরলিপি,
তৃতীয় খণ্ড, (সাহিত্যম্, বৈশাখ ১৩৮৫) -এর ১২ সংখ্যক
গান।
পৃষ্ঠা: ৩৫-৩৭।
- শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি, (হরফ
প্রকাশনী, Deluxe Edition : July 2011) -এর
৫৩ সংখ্যক গান।
পৃষ্ঠা:
১২১-১২২।
- নাটক: অন্নপূর্ণা। উদ্বোধন: ৩ মার্চ,
১৯৪০। নাট্যকার-
মণিলাল বন্দ্যোপাধ্যায়।
মঞ্চ- মিনার্ভা। নর্তকীদের নৃত্যসহ গান। শিল্পী- গৌরী, প্রভা, দেবলা, কমলা,
সুশীলা প্রমুখ। সুর- নজরুল।
সূত্র: নাট্যগ্রন্থ - অন্নপূর্ণা
(ভূমিকা)।
২.
রেকর্ড সূত্র: ১৯৪১ খ্রিষ্টাব্দের জুন মাসে টুইন
রেকর্ড কোম্পানি থেকে এই
গানটি প্রথম রেকর্ড প্রকাশ করা হয়েছিল। রেকর্ড নং- এফ.টি. ১৩৬০০। শিল্পী ছিলেন
কুমারী মেনকা বন্দ্যোপাধ্যায়। সুর করেছিলেন চিত্ত রায়।
৩. রচনাকাল:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৯৪০
খ্রিষ্টাব্দের
মার্চ মাসে গানটি ১ম 'অন্নপূর্ণা'
নামক একটি নাটকে পরিবেশন করা হয়েছিল।
এই সময় কাজী নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর।
৪. প্রাসঙ্গিক পাঠ:
৫. সুরকার:
-
নজরুল ইসলাম। [নাটক:
অন্নপূর্ণা। উদ্বোধন: ৩ মার্চ, ১৯৪০। নাট্যকার-
মণিলাল বন্দ্যোপাধ্যায়।
মঞ্চ- মিনার্ভা। নর্তকীদের নৃত্যসহ গান। শিল্পী- গৌরী, প্রভা, দেবলা, কমলা,
সুশীলা প্রমুখ]।
-
চিত্ত রায়। [১৯৪১ খ্রিষ্টাব্দের
জুন মাসে টুইন রেকর্ড কোম্পানি থেকে এই গানটি রেকর্ড প্রকাশ করা হয়েছিল।
রেকর্ড নং- এফ.টি. ১৩৬০০। শিল্পী ছিলেন
মেনকা বন্দ্যোপাধ্যায়]।
৬. স্বরলিপিকার:
-
রশিদুন নবী। [নজরুল-সঙ্গীত
স্বরলিপি, দশম খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, আষাঢ়
১৪০৪। জুন ১৯৯৭) -এর ২৪ সংখ্যক
গান। পৃষ্ঠা: ৭৫-৭৭]।
-
কাজী অনিরুদ্ধ। [সুনির্বাচিত
নজরুল গীতির স্বরলিপি, তৃতীয় খণ্ড, (সাহিত্যম্, বৈশাখ ১৩৮৫) -এর
১২ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৩৫-৩৭]।
-
নিতাই ঘটক। [শ্রেষ্ঠ
নজরুল স্বরলিপি, (হরফ প্রকাশনী, Deluxe Edition : July 2011)
-এর ৫৩ সংখ্যক গান।
পৃষ্ঠা:
১২১-১২২]।
৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
তাল: কাহারবা।
গ্রহস্বর:
-
পদা। [নজরুল-সঙ্গীত স্বরলিপি,
দশম খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, আষাঢ় ১৪০৪। জুন ১৯৯৭)
-এর ২৪ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৭৫-৭৭]।
-
পা। [একশো গানের নজরুল স্বরলিপি, চতুর্থ খণ্ড, (হরফ
প্রকাশনী, পৌষ ১৪০৬। জানুয়ারি ২০০০) -এর
১০ সংখ্যক গান।
পৃষ্ঠা: ২০-২২]।
-
পা। [সুনির্বাচিত নজরুল গীতির স্বরলিপি, তৃতীয় খণ্ড,
(সাহিত্যম্, বৈশাখ ১৩৮৫) -এর ১২ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৩৫-৩৭]।
-
পা। [শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি, (হরফ প্রকাশনী, Deluxe
Edition : July 2011) -এর ৫৩
সংখ্যক গান।
পৃষ্ঠা: ১২১-১২২]।