১৭১.
              তাল: কাহারবা

যবে
    ভোরের কুন্দ-কলি মেলিবে আঁখি
          ঘুম ভাঙায়ে হাতে বাঁধিও রাখী

                রাতের বিরহ যবে
                প্রভাতে নিবিড় হবে
          অকরুণ কলরবে গাহিবে পাখি
যেন
    অরুণ দেখিতে গিয়া তরুণ কিশোর
          তোমারে প্রথম হেরি' ঘুম ভাঙে মোর।
                কবরীর মঞ্জরি
                আঙিনায় রবে ঝরি',
          সেই ফুল পায়ে দলি' এসো একাকী

ভাবসন্ধান:

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র : ১৯৪০ খ্রিষ্টাব্দে মে মাসে টুইন  রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং- এফ.টি. ১৩২৯৫.। শিল্পী ছিলেন কুমারী গীতা বসু। সুর করেছিলেন নজরুল।

৩. রচনাকাল : গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দে মে মাসে টুইন  রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
          গানটি নজরুল ইসলামের ৪১ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।

৪. প্রাসঙ্গিক পাঠ :  

. সুরকার: কাজী নজরুল ইসলাম।

৬. স্বরলিপিকার :

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ: ভৈরবী। [নজরুল স্বরলিপি, ত্রয়োদশ খণ্ড, (হরফ প্রকাশনী, মাঘ ১৪১১। জানুয়ারি ২০০৫) -এর ২০ সংখ্যক গান পৃষ্ঠা: ৩৯-৪০।]
তাল: কাহারবা।

পর্যায়: 
সুরের অঙ্গ:

গ্রহস্বর
:
সা।