১৭১.
তাল:
কাহারবা
যবে
ভোরের কুন্দ-কলি মেলিবে আঁখি
ঘুম ভাঙায়ে হাতে বাঁধিও রাখী॥
রাতের বিরহ যবে
প্রভাতে নিবিড় হবে
অকরুণ কলরবে গাহিবে পাখি॥
যেন
অরুণ দেখিতে গিয়া তরুণ কিশোর
তোমারে প্রথম হেরি'
ঘুম ভাঙে মোর।
কবরীর মঞ্জরি
আঙিনায় রবে ঝরি',
সেই ফুল পায়ে দলি'
এসো একাকী॥
ভাবসন্ধান:
১.
প্রকাশ ও
গ্রন্থভুক্তি:
- নজরুল-সঙ্গীত
সংগ্রহ,
(নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ১৭১
সংখ্যক গান। পৃষ্ঠা: ৫৪।
- নজরুল-সঙ্গীত
স্বরলিপি, সপ্তম খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, ফাল্গুন ১৪০৩। মার্চ ১৯৯৭)
-এর ২১ সংখ্যক গান। পৃষ্ঠা:
৯৮-৯৯।
- নজরুল সুরলিপি, সপ্তম খণ্ড, (নজরুল
একাডেমী, জানুয়ারি ১৯৮৪) -এর ১৫ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৪৫-৪৬।
- একশো গানের নজরুল স্বরলিপি,
সপ্তম খণ্ড, (হরফ প্রকাশনী, পৌষ ১৪০৬। জানুয়ারি ২০০০) -এর
২৮ সংখ্যক গান। পৃষ্ঠা: ৬৩-৬৪।
- নজরুল স্বরলিপি,
ত্রয়োদশ খণ্ড, (হরফ প্রকাশনী, মাঘ
১৪১১। জানুয়ারি ২০০৫) -এর ২০ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৩৯-৪০।
- নজরুল গীতি, অখণ্ড (আব্দুল আজীজ
আল-আমান, সম্পাদিত)। [হরফ প্রকাশনী, মাঘ ১৪১০। জানুয়ারি ২০০৪]। কাব্য-গীতি। গান-৬৬৬। পৃষ্ঠা:
১৭২-১৭৩।
- বুলবুল - দ্বিতীয় খণ্ড (১১
জ্যৈষ্ঠ ১৩৫৯ বঙ্গাব্দ)। [নজরুল-রচনাবলী,
ষষ্ঠ খণ্ড (বাংলা একাডেমী, ১২ ভাদ্র, ১৪১৪।
২৭ আগস্ট, ২০০৭)] -এর ৫৬
সংখ্যক গান। পৃষ্ঠা: ২৮১-২৮২।
২.
রেকর্ড সূত্র :
১৯৪০
খ্রিষ্টাব্দের
মে মাসে টুইন
রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং- এফ.টি.
১৩২৯৫.। শিল্পী ছিলেন
কুমারী গীতা বসু। সুর করেছিলেন নজরুল।
৩. রচনাকাল :
গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না।
১৯৪০
খ্রিষ্টাব্দের
মে মাসে টুইন
রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
গানটি নজরুল ইসলামের ৪১ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।
৪.
প্রাসঙ্গিক পাঠ :
- বি. দ্র.: হরফ থেকে
প্রকাশিত নজরুল স্বরলিপি, সপ্তম খণ্ডে মুদ্রিত মনোরঞ্জন সেন কর্তৃক স্বরলিপির
সুরটি বিকৃত।
[নজরুল
সঙ্গীত নির্দেশিকা। ব্রহ্মমোহন ঠাকুর
(নজরুল ইন্সটিটিউট, জ্যৈষ্ঠ ১৪১৬। মে ২০০৯)
-এর ২২৩১ সংখ্যক গান।
পৃষ্ঠা:
৬২৯।]
৫.
সুরকার: কাজী নজরুল ইসলাম।
৬.
স্বরলিপিকার :
-
সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত
স্বরলিপি, সপ্তম খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, ফাল্গুন ১৪০৩। মার্চ ১৯৯৭)
-এর ২১ সংখ্যক গান। পৃষ্ঠা:
৯৮-৯৯।]
- এস. এম. আহসান
মুর্শেদ। [নজরুল সুরলিপি,
সপ্তম খণ্ড, (নজরুল একাডেমী, জানুয়ারি ১৯৮৪) -এর ১৫
সংখ্যক গান।
পৃষ্ঠা: ৪৫-৪৬।]
- মনোরঞ্জন সেন। [একশো
গানের নজরুল স্বরলিপি, সপ্তম খণ্ড, (হরফ প্রকাশনী, পৌষ
১৪০৬। জানুয়ারি ২০০০) -এর ২৮ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৬৩-৬৪।]
- শ্যামাপ্রসাদ
মুখোপাধ্যায়। [নজরুল স্বরলিপি, ত্রয়োদশ
খণ্ড, (হরফ প্রকাশনী, মাঘ ১৪১১। জানুয়ারি ২০০৫) -এর
২০ সংখ্যক গান। পৃষ্ঠা: ৩৯-৪০।]
৭.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ:
ভৈরবী। [নজরুল স্বরলিপি,
ত্রয়োদশ খণ্ড, (হরফ প্রকাশনী, মাঘ ১৪১১।
জানুয়ারি ২০০৫) -এর ২০ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৩৯-৪০।]
তাল: কাহারবা।
পর্যায়:
সুরের অঙ্গ:
গ্রহস্বর:
সা।