১৭২.
তাল: দাদ্রা
যত নাহি পাই দেবতা তোমায়, তত কাঁদি আর পূজি।
যতই লুকাও ধরা নাহি দাও, ততই তোমারে খুজি
কত সে রূপের রঙের মায়ায়, আড়াল করিয়া রাখ আপনায়
তবু তব পানে অশান্ত মন কেন ধায় নাহি বুঝি॥
কাঁদালে যদি গো এমন করিয়া কেন প্রেম দিলে তবে
অন্তবিহীন এ লুকোচুরির শেষ হবে নাথ কবে?
সহে না হে নাথ বৃথা আসা-যাওয়া
─
জনমে জনমে এই পথ চাওয়া
কাঁদিয়া কাঁদিয়া ফুরায়ে গেল চোখের জলের পুঁজি॥
ভাবসন্ধান:
১.
প্রকাশ ও
গ্রন্থভুক্তি:
- নজরুল-সঙ্গীত
সংগ্রহ,
(নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ১৭২
সংখ্যক গান। পৃষ্ঠা: ৫৪।
- নজরুল-সঙ্গীত
স্বরলিপি, তেত্রিশতম খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, আষাঢ় ১৪১৭। জুন ২০১০)
-এর ১৮ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৬২-৬৪।
- একশো গানের নজরুল স্বরলিপি,
চতুর্থ খণ্ড, (হরফ প্রকাশনী, পৌষ ১৪০৬। জানুয়ারি ২০০০)
-এর ১৩ সংখ্যক গান।
পৃষ্ঠা:
১০৩-১০৫।
- সুনির্বাচিত নজরুল গীতির স্বরলিপি,
দ্বিতীয় খণ্ড, (সাহিত্যম, শ্রাবণ ১৩৮৩। আগষ্ট ১৯৭৬) -এর
৯৮ সংখ্যক গান। পৃষ্ঠা: ২১৩-২১৫।
- নজরুল গীতি, অখণ্ড (আব্দুল আজীজ
আল-আমান, সম্পাদিত)। [হরফ প্রকাশনী, মাঘ ১৪১০। জানুয়ারি ২০০৪]। ভক্তিগীতি। গান-১৭৪৭। পৃষ্ঠা:
৪৫৯।
২.
রেকর্ড সূত্র :
১৯৩৮
খ্রিষ্টাব্দের
অক্টোবর মাসে টুইন
রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং- এফ.টি.
১২৫৭৬.। শিল্পী ছিলেন
রমলা মজুমদার। সুর করেছিলেন সুবল দাশগুপ্ত।
৩. রচনাকাল :
গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না।
১৯৩৮
খ্রিষ্টাব্দের
অক্টোবর মাসে টুইন
রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
গানটি নজরুল ইসলামের ৩৯ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।
৪.
প্রাসঙ্গিক পাঠ :
৫.
সুরকার:
সুবল দাশগুপ্ত।
৬.
স্বরলিপিকার :
-
এস. এম. আহসান মুর্শেদ। [নজরুল-সঙ্গীত
স্বরলিপি, তেত্রিশতম খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, আষাঢ় ১৪১৭। জুন ২০১০)
-এর ১৮ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৬২-৬৪।]
- কাজী অনিরুদ্ধ। [সুনির্বাচিত
নজরুল গীতির স্বরলিপি, দ্বিতীয় খণ্ড, (সাহিত্যম, শ্রাবণ
১৩৮৩। আগষ্ট ১৯৭৬) -এর ৯৮ সংখ্যক গান।
পৃষ্ঠা: ২১৩-২১৫।]
৭.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ:
তাল:
দাদরা।
পর্যায়: ভক্তিমূলক গান।
সুরের অঙ্গ: ভজন।
গ্রহস্বর:
-
সা। [নজরুল-সঙ্গীত
স্বরলিপি, তেত্রিশতম খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, আষাঢ় ১৪১৭। জুন ২০১০)
-এর ১৮ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৬২-৬৪।]
- রা। [একশো
গানের নজরুল স্বরলিপি, চতুর্থ খণ্ড, (হরফ প্রকাশনী, পৌষ
১৪০৬। জানুয়ারি ২০০০) -এর ১৩ সংখ্যক গান।
পৃষ্ঠা:
১০৩-১০৫।]
- রা। [সুনির্বাচিত
নজরুল গীতির স্বরলিপি, দ্বিতীয় খণ্ড, (সাহিত্যম, শ্রাবণ
১৩৮৩। আগষ্ট ১৯৭৬) -এর ৯৮ সংখ্যক গান।
পৃষ্ঠা: ২১৩-২১৫।]