১৭২.
            তাল: দাদ্‌রা

যত নাহি পাই দেবতা তোমায়, তত কাঁদি আর পূজি।
যতই লুকাও ধরা নাহি দাও, ততই তোমারে খুজি
কত সে রূপের রঙের মায়ায়, আড়াল করিয়া রাখ আপনায়
তবু তব পানে অশান্ত মন কেন ধায় নাহি বুঝি

কাঁদালে যদি গো এমন করিয়া কেন প্রেম দিলে তবে
অন্তবিহীন এ লুকোচুরির শেষ হবে নাথ কবে?
সহে না হে নাথ বৃথা আসা-যাওয়া

জনমে জনমে এই পথ চাওয়া
কাঁদিয়া কাঁদিয়া ফুরায়ে গেল চোখের জলের পুঁজি

ভাবসন্ধান:

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র : ১৯৩৮ খ্রিষ্টাব্দে অক্টোবর মাসে টুইন  রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং- এফ.টি. ১২৫৭৬.। শিল্পী ছিলেন রমলা মজুমদার। সুর করেছিলেন সুবল দাশগুপ্ত।

৩. রচনাকাল : গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দে অক্টোবর মাসে টুইন  রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
          গানটি নজরুল ইসলামের ৩৯ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।

৪. প্রাসঙ্গিক পাঠ :  

. সুরকার: সুবল দাশগুপ্ত।

৬. স্বরলিপিকার :

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ:
তাল:
দাদরা।

পর্যায়: 
ভক্তিমূলক গান।
সুরের অঙ্গ:
ভজন।

গ্রহস্বর
: