বিষয়:
নজরুল সঙ্গীত।
গান সংখ্যা : ১৭২৬
শিরোনাম:
রস-ঘনশ্যাম- কল্যাণ-সুন্দর।
পাঠ
ও পাঠভেদ:
ভাবসন্ধান: প্রহরভিত্তিক রাগের স্বরূপ তুলে ধরার জন্য,
নজরুল ইসলাম 'প্রহর পরিচায়িকা' নামে গীতি আলেখ্য তৈরি করেছিলেন কলকাতা বেতারে
জন্য। এই গানটি শ্যামকল্যাণ রাগে নিবদ্ধ। এই গানে অপূর্ব কৌশলে শ্যাম-কল্যাণ
নামটি ব্যবহার করেছেন কবি। স্থায়ীর 'রস-ঘনশ্যাম- কল্যাণ-সুন্দর'-অংশে
দ্ব্যর্থ ভাব ফুটে উঠে। প্রথমে মনে হয় রস-ঘন 'শ্যাম-কল্যাণ' সুন্দর। কিন্তু
গানের পরবর্তী অংশে এই অর্থ থেকে দূরে নিয়ে যায়। এই গানে ধ্বনিত হয় প্রার্থনার
ভক্তিরসে পুরুষোত্তমের সাধনা।
জগৎ জুড়ে যে অপার গভীর আনন্দ, ছন্দের প্রবহমান
রচনাকাল: ১৯৪১ খ্রিষ্টাব্দের ১১ অক্টোবর রাত ৭.৪৫ টায়
কলকাতা বেতার থেকে প্রচারিত হয় 'প্রহর পরিচায়িকা' প্রচারিত হয়। এই অনুষ্ঠানে
গানটি প্রচারিত হয়েছিল। গানটি প্রচারের সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪২ বৎসর।
প্রকাশ ও গ্রন্থভুক্তি :
বেতার: ১৯৪১ খ্রিষ্টাব্দের ১১ অক্টোবর রাত ৭.৪৫ টায় কলকাতা বেতার থেকে
প্রচারিত হয় 'প্রহর পরিচায়িকা' প্রচারিত হয়। এই অনুষ্ঠানে গানটি প্রচারিত হয়েছিল।
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
সুরকার: কাজী নজরুল ইসলাম।
স্বরলিপিকার: