১৭৬৮
রাগ
: দুর্গা
সজল কাজল মেঘ ব'য়ে এলো কার বাণী
পড়িল মনে মিনতি তারি 'খুলো না যেন এই রাখিখানি'।