১৮১৪
রাগ: ভীমপলশ্রী। তাল:
দাদরা
কানন গিরি সিন্ধু-পার ফির্নু পথিক দেশ-বিদেশ।
ভ্রমিনু কতই রূপে এই সৃজন ভুবন অশেষ॥
তীর্থ-পথিক এই পথের ফিরিয়া এল না কেউ,
আজ এ পথে যাত্রা যার, কা'ল নাহি তার চিহ্ন লেশ॥
রাত্রি দিবার রঙমহল চিত্রিত চন্দ্রাতপ
দু’দিনের এ পান্থবাস এই ভুবন − এ সুখ-আবেশ॥
ভোগ-বিলাসী "জমশেদের" জল্সা ছিল এই সে দেশ,
আজ শ্মশান, ছিল যথায় "বহ্রামের" আরাম আয়েশ॥
ভাবসন্ধান:
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
২. রেকর্ড সূত্র: নাই।
৩. রচনাকাল : গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না।
৪. প্রাসঙ্গিক পাঠ : নজরুল-গীতিকা (ভাদ্র
১৩৩৭ বঙ্গাব্দ। ২ সেপ্টেম্বর, ১৯৩০
খ্রিষ্টাব্দ)। [নজরুল-রচনাবলী, তৃতীয় খণ্ড
(বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭)]
-এর ৩ সংখ্যক গান। পৃষ্ঠা: ১৭২। -গ্রন্থটিতে উল্লেখ আছে যে,−−
"জমশেদ","বহ্রাম"
−−
ইরানের ভোগ-বিলাসী সম্রাট।
"জমশেদ" প্রথম শারাব-সাকীর প্রবর্তন করেন।
৫. সুর
ও স্বরলিপি : কাজী নজরুল ইসলাম।
[নজরুল স্বরলিপি (ডি. এম. লাইব্রেরী,
বৈশাখ ১৪০৫। মে ১৯৯৮)-এর
২১ সংখ্যক গান। পৃষ্ঠা:
৫৭-৫৮]।
৬.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ: ভীমপলশ্রী।
তাল: দাদরা।
গ্রহস্বর: পা। [নজরুল স্বরলিপি (ডি. এম. লাইব্রেরী,
বৈশাখ ১৪০৫। মে ১৯৯৮)-এর
২১ সংখ্যক গান। পৃষ্ঠা:
৫৭-৫৮]।