১৮৫.
তাল : কাহারবা
মোমের পুতুল মমীর দেশের
মেয়ে নেচে যায়।
বিহবল-চঞ্চল-পায়॥
খর্জুর-বীথির
ধারে
সাহারা মরুর
পারে
বাজায় ঘুমুর ঝুমুর ঝুমুর মধুর ঝঙ্কারে।
উড়িয়ে ওড়না
'লু' হাওয়ায়
পরী-নটিনী
নেচে যায়
দুলে দুলে
দূরে সুদূর॥
সুর্মা-পরা আঁখি হানে আস্মানে,
জোছনা আসে নীল আকাশে তার টানে।
ঢেউ তুলে নীল
দরিয়ায়
দিল্-দরদি
নেচে যায়
দুলে দুলে
দূরে সুদূর॥
ভাবসন্ধান:
১.
প্রকাশ ও
গ্রন্থভুক্তি:
- নজরুল-সঙ্গীত
সংগ্রহ,
(নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ১৮৫
সংখ্যক গান। পৃষ্ঠা: ৫৮।
- নজরুল-সঙ্গীত স্বরলিপি,
দশম খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, আষাঢ় ১৪০৪। জুন ১৯৯৭)
-এর ২১ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৬৬-৬৭।
- একশো গানের নজরুল স্বরলিপি,
ষষ্ঠ খণ্ড, (হরফ প্রকাশনী, জ্যৈষ্ঠ ১৩৯৬। মে ১৯৮৯) -এর
১২৬ সংখ্যক গান। পৃষ্ঠা:
৩০৬-৩০৭।
- সুনির্বাচিত নজরুল
গীতির স্বরলিপি, প্রথম খণ্ড, (সাহিত্যম,
মহালয়া ১৩৮২ বঙ্গাব্দ। অক্টোবর ১৯৭৫ খ্রিষ্টাব্দ) -এর
১৭ সংখ্যক গান। পৃষ্ঠা: ৬০-৬২।
- শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি, (হরফ
প্রকাশনী, Deluxe Edition : July 2011) -এর
১২৬ সংখ্যক গান।
পৃষ্ঠা:
৩০৬-৩০৭। গানটি
"ইজিপ্সিয়ান" সুর (নৃত্যসম্বলিত)।
- নজরুল গীতি, অখণ্ড (আব্দুল আজীজ
আল-আমান, সম্পাদিত)। [হরফ প্রকাশনী, মাঘ ১৪১০। জানুয়ারি ২০০৪]।
কাব্য-গীতি (ইজিপ্সিয়ান ডান্স)। গান-৬৩৯। পৃষ্ঠা:
১৬৫।
- গানের মালা (কার্তিক ১৩৪১ বঙ্গাব্দ।
২৩ অক্টোবর, ১৯৩৪ খ্রিষ্টাব্দ)। [নজরুল-রচনাবলী,
ষষ্ঠ খণ্ড (বাংলা একাডেমী, ১২ ভাদ্র, ১৪১৪।
২৭ আগস্ট, ২০০৭)] -এর ১৬ সংখ্যক গান।
পৃষ্ঠা: ২০১-২০২। 'ইজিপসিয়ান ডান্সের' সুর। (মিশরীয়
সুর)।
- বেতার :
সঙ্গীতানুষ্ঠান - 'জিপসীদের সঙ্গে'। তারিখ : ২ মার্চ, ১৯৪০ খ্রিষ্টাব্দ।
২.
রেকর্ড সূত্র :
১৯৩৪
খ্রিষ্টাব্দের
অক্টোবর মাসে এইচ.এম.ভি.
রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং- এন.
৭২৯১.। শিল্পী ছিলেন মিস্ অণিমা (বাদল)।
ইজিপ্সিয়ান নৃত্য
(রেকর্ড লেবেল)।
৩. রচনাকাল :
গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না।
১৯৩৪
খ্রিষ্টাব্দের
অক্টোবর মাসে এইচ.এম.ভি.
রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
গানটি নজরুল ইসলামের ৩৫ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।
৪.
প্রাসঙ্গিক পাঠ :
এটি একটি নৃত্য-সম্বলিত গান।
৫.
সুরকার:
৬.
স্বরলিপিকার :
-
রশিদুন নবী। [নজরুল-সঙ্গীত
স্বরলিপি, দশম খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, আষাঢ়
১৪০৪। জুন ১৯৯৭) -এর ২১ সংখ্যক
গান। পৃষ্ঠা: ৬৬-৬৭।]
- নিতাই ঘটক। [একশো
গানের নজরুল স্বরলিপি, ষষ্ঠ খণ্ড, (হরফ প্রকাশনী, জ্যৈষ্ঠ
১৩৯৬। মে ১৯৮৯) -এর ১২৬ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৩০৬-৩০৭।]
- কাজী অনিরুদ্ধ। [সুনির্বাচিত
নজরুল গীতির স্বরলিপি, প্রথম খণ্ড, (সাহিত্যম,
মহালয়া ১৩৮২ বঙ্গাব্দ। অক্টোবর ১৯৭৫ খ্রিষ্টাব্দ)
-এর ১৭ সংখ্যক গান। পৃষ্ঠা:
৬০-৬২।]
- নিতাই ঘটক। [শ্রেষ্ঠ
নজরুল স্বরলিপি, (হরফ প্রকাশনী, Deluxe Edition : July 2011)
-এর ১২৬ সংখ্যক গান।
পৃষ্ঠা:
৩০৬-৩০৭।]
৭.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ:
তাল: কাহারবা।
পর্যায়:
সুরের অঙ্গ: "ইজিপ্সিয়ান" সুর (নৃত্যসম্বলিত)।
গ্রহস্বর:
-
পাঃ। [নজরুল-সঙ্গীত
স্বরলিপি, দশম খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, আষাঢ়
১৪০৪। জুন ১৯৯৭) -এর ২১ সংখ্যক
গান। পৃষ্ঠা: ৬৬-৬৭।]
- পা। [সুনির্বাচিত
নজরুল গীতির স্বরলিপি, প্রথম খণ্ড, (সাহিত্যম,
মহালয়া ১৩৮২ বঙ্গাব্দ। অক্টোবর ১৯৭৫ খ্রিষ্টাব্দ)
-এর ১৭ সংখ্যক গান। পৃষ্ঠা:
৬০-৬২।]
- পপা। [একশো
গানের নজরুল স্বরলিপি, ষষ্ঠ খণ্ড, (হরফ প্রকাশনী, জ্যৈষ্ঠ
১৩৯৬। মে ১৯৮৯) -এর ১২৬ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৩০৬-৩০৭।]
- পপা। [শ্রেষ্ঠ
নজরুল স্বরলিপি, (হরফ প্রকাশনী, Deluxe Edition : July 2011)
-এর ১২৬ সংখ্যক গান।
পৃষ্ঠা:
৩০৬-৩০৭।]