১৮৫.
          তাল : কাহারবা
মোমের পুতুল মমীর দেশের মেয়ে নেচে যায়।
            বিহবল-চঞ্চল-পায়॥
            খর্জুর-বীথির ধারে
            সাহারা মরুর পারে
বাজায় ঘুমুর ঝুমুর ঝুমুর মধুর ঝঙ্কারে।
            উড়িয়ে ওড়না 'লু' হাওয়ায়
            পরী-নটিনী নেচে যায়
            দুলে দুলে দূরে সুদূর॥
সুর্মা-পরা আঁখি হানে আস্‌মানে,
জোছনা আসে নীল আকাশে তার টানে।
            ঢেউ তুলে নীল দরিয়ায়
            দিল্-দরদি নেচে যায়
            দুলে দুলে দূরে সুদূর॥

ভাবসন্ধান:

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র : ১৯৩৪ খ্রিষ্টাব্দে অক্টোবর মাসে এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং- এন. ৭২৯১.। শিল্পী ছিলেন মিস্ অণিমা (বাদল)। ইজিপ্‌সিয়ান নৃত্য (রেকর্ড লেবেল)।

৩. রচনাকাল : গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দে অক্টোবর মাসে এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
          গানটি নজরুল ইসলামের ৩৫ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।

৪. প্রাসঙ্গিক পাঠ :  এটি একটি নৃত্য-সম্বলিত গান।

. সুরকার:

৬. স্বরলিপিকার :

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ:
তাল: কাহারবা।
পর্যায়:
সুরের অঙ্গ:
"ইজিপ্সিয়ান" সুর (নৃত্যসম্বলিত)।

গ্রহস্বর
: