১৮৬
রাগ : বারোয়াঁ, তাল : কাহারবা
মুসাফির! মোছ্ রে আঁখি-জল
ফিরে চল্ আপ্নারে নিয়া
আপনি ফুটেছিল ফুল
গিয়াছে আপ্নি ঝরিয়া॥
রে পাগল! একি দুরাশা,
জলে তুই বাঁধ্বি রে বাসা!
মেটে না হেথায় পিয়াসা
হথা নাই তৃষ্ণা-দরিয়া॥
বরষায় ফুটলো না বকুল
পউষে ফুট্বে কি সে ফুল (রে)
এ পথে ঝরে সদা ভুল
নিরাশার কানন ভরিয়া॥
রে কবি! কতই দেয়ালি
জ্বালিলি তোর আলো জ্বালি'
এলো না তোর বনমালী
আধাঁর আজ তোরই দুনিয়া॥
ভাবসন্ধান:
১.
প্রকাশ ও
গ্রন্থভুক্তি:
- নজরুল-সঙ্গীত
সংগ্রহ,
(নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ১৮৬
সংখ্যক গান। পৃষ্ঠা: ৫৯।
- নজরুল-সঙ্গীত
স্বরলিপি, তেত্রিশতম খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, আষাঢ়
১৪১৭। জুন ২০১০) -এর ৬ সংখ্যক গান।
পৃষ্ঠা: ২০-২৪।
- সুর-মুকুর,
(ডি. এম. লাইব্রেরী, জ্যৈষ্ঠ ১৪০৬।
মে ১৯৯৯) -এর
১৭ সংখ্যক গান। পৃষ্ঠা: ৫৩-৫৫।
- সুর-মুকুর,
(নজরুল ইন্সটিটিউট, ভাদ্র ১৪১০।
আগষ্ট ২০০৩) -এর
১৭ সংখ্যক গান। পৃষ্ঠা: ৪৯-৫১।
- বুলবুল (কার্তিক ১৩৩৫ বঙ্গাব্দ।
১৫ নভেম্বর, ১৯২৮ খ্রিষ্টাব্দ)। [নজরুল-রচনাবলী,
দ্বিতীয় খণ্ড (বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩।
ফেব্রুয়ারি ২০০৭)] -এর ৪৮ সংখ্যক গান।
পৃষ্ঠা: ১৮৬-১৮৭। বারোয়াঁ-কাহারবা।
- নজরুল-গীতিকা (ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ।
২ সেপ্টেম্বর, ১৯৩০ খ্রিষ্টাব্দ)। [নজরুল-রচনাবলী,
তৃতীয় খণ্ড (বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩।
ফেব্রুয়ারি ২০০৭)] -এর ৬৯ সংখ্যক গান।
পৃষ্ঠা: ২১৭-২১৮। বারোয়াঁ-কাহারবা।
২.
রেকর্ড সূত্র :
১৯৩১
খ্রিষ্টাব্দের
জানুয়ারি মাসে এইচ.এম.ভি.
রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং-
পি.
১১৬৮৭.। শিল্পী ছিলেন কে. মল্লিক। সুর করেছিলেন নজরুল।
৩. রচনাকাল :
গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না।
১৯৩১
খ্রিষ্টাব্দের
জানুয়ারি মাসে এইচ.এম.ভি.
রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
গানটি নজরুল ইসলামের ৩২ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।
৪.
প্রাসঙ্গিক পাঠ :
৫.
সুরকার: কাজী নজরুল ইসলাম।
৬.
স্বরলিপিকার :
-
এস. এম. আহসান মুর্শেদ। [নজরুল-সঙ্গীত
স্বরলিপি, তেত্রিশতম খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, আষাঢ়
১৪১৭। জুন ২০১০) -এর ৬ সংখ্যক গান।
পৃষ্ঠা: ২০-২৪।]
- নলিনীকান্ত সরকার। [সুর-মুকুর,
(ডি. এম. লাইব্রেরী, জ্যৈষ্ঠ ১৪০৬।
মে ১৯৯৯) -এর
১৭ সংখ্যক গান। পৃষ্ঠা: ৫৩-৫৫।]
- নলিনীকান্ত সরকার। [সুর-মুকুর,
(নজরুল ইন্সটিটিউট, ভাদ্র ১৪১০।
আগষ্ট ২০০৩) -এর
১৭ সংখ্যক গান। পৃষ্ঠা: ৪৯-৫১।]
৭.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ:
বারোয়াঁ।
তাল: কাহারবা।
পর্যায়:
সুরের অঙ্গ:
গজল।
গ্রহস্বর:
-
পা। [নজরুল-সঙ্গীত
স্বরলিপি, তেত্রিশতম খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, আষাঢ়
১৪১৭। জুন ২০১০) -এর ৬ সংখ্যক গান।
পৃষ্ঠা: ২০-২৪।]
- মা। [সুর-মুকুর,
(ডি. এম. লাইব্রেরী, জ্যৈষ্ঠ ১৪০৬।
মে ১৯৯৯) -এর
১৭ সংখ্যক গান। পৃষ্ঠা: ৫৩-৫৫।]
- মা। [সুর-মুকুর,
(নজরুল ইন্সটিটিউট, ভাদ্র ১৪১০।
আগষ্ট ২০০৩) -এর
১৭ সংখ্যক গান। পৃষ্ঠা: ৪৯-৫১।]