১৮৭৭.
রাগ :
বাগেশ্রী, তাল : কাওয়ালি
চাঁদ হেরিছে চাঁদ-মুখ তার সরসীর আরশিতে।
ছুটে তরঙ্গ বাসনা-ভঙ্গ সে অঙ্গ পরশিতে॥
হেরিছে রজনী −
রজনী জাগিয়া
চকোর উতলা চাঁদের লাগিয়া,
কাঁহা পিউ কাঁহা ডাকিছে পাপিয়া
কুমুদীরে কাঁদাইতে॥
না জানি সজনী কত সে রজনী কেঁদেছে চকোরী পাপিয়া,
হেরেছে শশীরে সরসী-মুকুরে ভীরু ছায়া-তরু কাঁপিয়া।
কেঁদেছে আকাশে চাঁদের ঘরণী
চির-বিরহিণী রোহিণী ভরণী
অবশ আকাশ বিবশা ধরণী
কাঁদানিয়া চাঁদিনীতে॥
ভাবসন্ধান:
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
নজরুল-সঙ্গীত সংগ্রহ, ১৮৭৭ সংখ্যক গান (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। পৃষ্ঠা: ৫৬৬।
সুর-মুকুর, ২৯ সংখ্যক গান (ডি. এম. লাইব্রেরী, জ্যৈষ্ঠ ১৪০৬। মে ১৯৯৯)। পৃষ্ঠা: ৯৩-৯৬।
১.
ছায়ানট। শিরোনাম - চাঁদমুকুর। রচনাস্থান ও কাল - হুগলি, ফাল্গুন, ১৩৩১।
২. নজরুল গীতিকা। বাগেশ্রী - কাওয়ালি।
২. রেকর্ড সূত্র : গানটির কোনো রেকর্ড পাওয়া যায় নাই।
৩. রচনাকাল : গানটির রচনাকাল সম্পর্কে কিছু জানা যায় না।
৪. প্রাসঙ্গিক পাঠ : ব্রহ্মমোহন ঠাকুর -রচিত নজরুল সঙ্গীত নির্দেশিকা, ৯৭৭ সংখ্যক গান (নজরুল ইন্সটিটিউট, জ্যৈষ্ঠ ১৪১৬। মে ২০০৯) পৃষ্ঠা: ২৬৫। -গ্রন্থটিতে গানটি সম্পর্কে একটি বিশেষ তথ্য পাওয়া যায়, তা হল,−−
বি.দ্র.: গানটির স্বরলিপি 'সুরমুকুর' (ডি. এম. লাইব্রেরী) -গ্রন্থে থাকলেও এটি প্রামাণ্য নয়; এ স্বরলিপি পরবর্তীকালে কাজী অনিরুদ্ধের মন-গড়া সুরে করা। 'আমার আপনার চেয়ে' গানটিও এরকমভাবে অনিরুদ্ধ স্বরলিপি করেছেন।
৫. সুরকার: কাজী নজরুল ইসলাম।
৬. স্বরলিপিকার : নলিনীকান্ত সরকার।
৭.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ: বাগেশ্রী।
তাল: কাওয়ালি।
সুরের অঙ্গ:
পর্যায়:
গ্রহস্বর: ধা।