১৮৭৭.
রাগ : বাগেশ্রী, তাল : কাওয়ালি

চাঁদ হেরিছে চাঁদ-মুখ তার সরসীর আরশিতে।
ছুটে তরঙ্গ বাসনা-ভঙ্গ সে অঙ্গ পরশিতে॥
হেরিছে রজনী
রজনী জাগিয়া
চকোর উতলা চাঁদের লাগিয়া,
কাঁহা পিউ কাঁহা ডাকিছে পাপিয়া
                               কুমুদীরে কাঁদাইতে॥
না জানি সজনী কত সে রজনী কেঁদেছে চকোরী পাপিয়া,
হেরেছে শশীরে সরসী-মুকুরে ভীরু ছায়া-তরু কাঁপিয়া।
কেঁদেছে আকাশে চাঁদের ঘরণী
চির-বিরহিণী রোহিণী ভরণী
অবশ আকাশ বিবশা ধরণী
                                কাঁদানিয়া চাঁদিনীতে॥

ভাবসন্ধান:

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র : গানটির কোনো রেকর্ড পাওয়া যায় নাই।

৩. রচনাকাল : গানটির রচনাকাল সম্পর্কে কিছু জানা যায় না।

৪. প্রাসঙ্গিক পাঠ :  ব্রহ্মমোহন ঠাকুর -রচিত নজরুল সঙ্গীত নির্দেশিকা, ৯৭৭ সংখ্যক গান (নজরুল ইন্সটিটিউট, জ্যৈষ্ঠ ১৪১৬। মে ২০০৯) পৃষ্ঠা: ২৬৫। -গ্রন্থটিতে  গানটি সম্পর্কে একটি বিশেষ তথ্য পাওয়া যায়, তা হল,−−

. সুরকার: কাজী নজরুল ইসলাম।

. স্বরলিপিকার : নলিনীকান্ত সরকার।

. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :  
রাগ
বাগেশ্রী।
তাল
: কাওয়ালি।

সুরের অঙ্গ:
পর্যায়:
গ্রহস্বর: ধা।