১৮৮
তাল : কাহারবা
মধুকর মঞ্জির বাজে বাজে
গুন্ গুন্ মঞ্জুল গুঞ্জরণে।
মৃদুল দোদুল নৃত্যে
বন-বালিকা মাতে কুঞ্জবনে॥
বাজাইছে সমীর দখিনা
পল্লবে মর্মর বীণা,
বনভূমি ধ্যান-আসীনা
সাজিল রাঙা কিশলয়-বসনে॥
ধূলি ধূসর প্রান্তর পরেছিল গৈরিক সন্ন্যাস-সাজ
নব-দুর্বাদল শ্যাম হলো আনন্দে আজ।
লতিকা-বিতানে ওঠে ডাকি'
মুহু মুহু ঘুম হারা পাখি
নব নীল অঞ্জন মাখি'
উদাসী আকাশ হাসে চাঁদের সনে॥
ভাবসন্ধান:
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
২. রেকর্ড সূত্র : ১৯৩৭ খ্রিষ্টাব্দের জুন মাসে এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং- এন. ৯৯০১.। শিল্পী ছিলেন কুমারী রেণু বসু। সূত্র - এইচ.এম.ভি. কোম্পানীর রয়্যালটি রেজিষ্টার ও রেকর্ড লেবেল।
৩. রচনাকাল :
গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না।
১৯৩৭
খ্রিষ্টাব্দের
জুন মাসে এইচ.এম.ভি.
রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
গানটি নজরুল ইসলামের ৩৮ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।
৪. প্রাসঙ্গিক পাঠ :
৫. সুরকার:
৬. স্বরলিপিকার :
৭.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ:
তাল: কাহারবা।
পর্যায়:
সুরের অঙ্গ:
গ্রহস্বর: