১৯১
            তাল : দাদরা
ধীরে বহ ভোরের হাওয়া ধীরে বহ ধীরে
ঘুমায়ে রয়েছে প্রিয়া এই পিয়াল নদীর তীরে॥
          যে ফুল ঝরিল ভোর রাতে
          সে ঘুমায় তাহার সাথে
                          ঝরাপাতার মন্দিরে॥
শান্ত উদাস আকাশ নীরবে আছে চেয়ে'
 ধীরে বহ নদী সকরুণ গান  গেয়ে।
          ছলছল চোখে শুক্‌তারা
          হেরিছে পলক-হারা
                   তার বিদায় বেলার সঙ্গীরে॥

ভাবসন্ধান:

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র : ১৯৪৩ খ্রিষ্টাব্দে জানুয়ারি মাসে এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং- এন. ২৭৩৪৯.। শিল্পী ছিলেন নিখিলচন্দ্র সেন। সুর করেছিলেন সুবল দাশগুপ্ত।

৩. রচনাকাল : গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৪৩ খ্রিষ্টাব্দে জানুয়ারি মাসে এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
          গানটি নজরুল ইসলামের ৪৪ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।

৪. প্রাসঙ্গিক পাঠ :  

. সুরকার: সুবল দাশগুপ্ত।

৬. স্বরলিপিকার :

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ: ভৈরবী। [নজরুল স্বরলিপি, ত্রয়োদশ খণ্ড, (হরফ প্রকাশনী, মাঘ ১৪১১। জানুয়ারি ২০০৫) -এর ৬ সংখ্যক গান পৃষ্ঠা: ১৮-১৯।]
তাল:

পর্যায়:
সুরের অঙ্গ:

গ্রহস্বর
: