১৯১
তাল : দাদরা
ধীরে বহ ভোরের হাওয়া ধীরে বহ ধীরে
ঘুমায়ে রয়েছে প্রিয়া এই পিয়াল নদীর তীরে॥
যে ফুল ঝরিল ভোর রাতে
সে ঘুমায় তাহার সাথে
ঝরাপাতার মন্দিরে॥
শান্ত উদাস আকাশ নীরবে আছে চেয়ে'
ধীরে বহ নদী সকরুণ গান গেয়ে।
ছলছল চোখে শুক্তারা
হেরিছে পলক-হারা
তার বিদায় বেলার সঙ্গীরে॥
ভাবসন্ধান:
১.
প্রকাশ ও
গ্রন্থভুক্তি:
- নজরুল-সঙ্গীত
সংগ্রহ,
(নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ১৯১
সংখ্যক গান। পৃষ্ঠা: ৬০-৬১।
- নজরুল-সঙ্গীত স্বরলিপি,
নবম খণ্ড, (নজরুল ইন্সটিটিউট,
চৈত্র ১৪০৩। এপ্রিল
১৯৯৭) -এর ১২ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৭৩-৭৫।
- সুনির্বাচিত নজরুল গীতির স্বরলিপি,
তৃতীয় খণ্ড, (সাহিত্যম্, বৈশাখ ১৩৮৫) -এর ১০০ সংখ্যক
গান।
পৃষ্ঠা: ২১১-২১২।
- সুনির্বাচিত নজরুল গীতির স্বরলিপি,
পঞ্চম খণ্ড, (সাহিত্যম্) -এর ১০১ সংখ্যক গান।
পৃষ্ঠা: ১৯৯-২০০।
- একশো গানের নজরুল স্বরলিপি,
পঞ্চম খণ্ড, (হরফ প্রকাশনী, পৌষ ১৪০৬। জানুয়ারি ২০০০) -এর
৪৭ সংখ্যক গান।
পৃষ্ঠা: ১০৫-১০৬।
- নজরুল স্বরলিপি,
ত্রয়োদশ খণ্ড, (হরফ প্রকাশনী, মাঘ
১৪১১। জানুয়ারি ২০০৫) -এর ৬ সংখ্যক গান।
পৃষ্ঠা: ১৮-১৯।
- নজরুল গীতি, অখণ্ড (আব্দুল আজীজ
আল-আমান, সম্পাদিত)। [হরফ প্রকাশনী, মাঘ ১৪১০। জানুয়ারি ২০০৪]। কাব্য-গীতি
(মিশ্রসুর)। গান-৪০৬। পৃষ্ঠা: ১০৬।
২.
রেকর্ড সূত্র :
১৯৪৩
খ্রিষ্টাব্দের
জানুয়ারি মাসে এইচ.এম.ভি.
রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং- এন.
২৭৩৪৯.। শিল্পী ছিলেন নিখিলচন্দ্র সেন। সুর করেছিলেন সুবল দাশগুপ্ত।
৩. রচনাকাল :
গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না।
১৯৪৩
খ্রিষ্টাব্দের
জানুয়ারি মাসে এইচ.এম.ভি.
রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
গানটি নজরুল ইসলামের ৪৪ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।
৪.
প্রাসঙ্গিক পাঠ :
৫.
সুরকার:
সুবল দাশগুপ্ত।
৬.
স্বরলিপিকার :
- সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত
স্বরলিপি, নবম খণ্ড,
(নজরুল ইন্সটিটিউট, চৈত্র ১৪০৩।
এপ্রিল ১৯৯৭) -এর
১২ সংখ্যক গান। পৃষ্ঠা: ৭৩-৭৫।]
- কাজী অনিরুদ্ধ। [সুনির্বাচিত নজরুল
গীতির স্বরলিপি, তৃতীয় খণ্ড, (সাহিত্যম্, বৈশাখ ১৩৮৫) -এর
১০০ সংখ্যক গান।
পৃষ্ঠা: ২১১-২১২।]
- মনোরঞ্জন সেন। [একশো গানের নজরুল
স্বরলিপি, পঞ্চম খণ্ড, (হরফ প্রকাশনী, পৌষ ১৪০৬।
জানুয়ারি ২০০০) -এর ৪৭ সংখ্যক গান।
পৃষ্ঠা: ১০৫-১০৬।]
- শ্যামাপ্রসাদ
মুখোপাধ্যায়। [নজরুল স্বরলিপি, ত্রয়োদশ
খণ্ড, (হরফ প্রকাশনী, মাঘ ১৪১১। জানুয়ারি ২০০৫) -এর
৬ সংখ্যক গান। পৃষ্ঠা: ১৮-১৯।]
৭.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ:
ভৈরবী। [নজরুল স্বরলিপি,
ত্রয়োদশ খণ্ড, (হরফ প্রকাশনী, মাঘ ১৪১১।
জানুয়ারি ২০০৫) -এর ৬ সংখ্যক গান।
পৃষ্ঠা: ১৮-১৯।]
তাল:
- দাদরা।
[নজরুল-সঙ্গীত স্বরলিপি,
নবম খণ্ড, (নজরুল ইন্সটিটিউট,
চৈত্র ১৪০৩। এপ্রিল
১৯৯৭) -এর ১২ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৭৩-৭৫।]
- দাদরা। [নজরুল স্বরলিপি,
ত্রয়োদশ খণ্ড, (হরফ প্রকাশনী, মাঘ
১৪১১। জানুয়ারি ২০০৫) -এর ৬ সংখ্যক গান।
পৃষ্ঠা: ১৮-১৯।]
- কাহারবা। [সুনির্বাচিত নজরুল গীতির
স্বরলিপি, তৃতীয় খণ্ড, (সাহিত্যম্, বৈশাখ ১৩৮৫) -এর ১০০
সংখ্যক গান।
পৃষ্ঠা: ২১১-২১২।]
- কাহারবা। [একশো গানের নজরুল
স্বরলিপি, পঞ্চম খণ্ড, (হরফ প্রকাশনী, পৌষ ১৪০৬।
জানুয়ারি ২০০০) -এর ৪৭ সংখ্যক গান।
পৃষ্ঠা: ১০৫-১০৬।]
পর্যায়:
সুরের অঙ্গ:
গ্রহস্বর:
- দপা। [নজরুল-সঙ্গীত
স্বরলিপি, নবম খণ্ড,
(নজরুল ইন্সটিটিউট, চৈত্র ১৪০৩।
এপ্রিল ১৯৯৭) -এর
১২ সংখ্যক গান। পৃষ্ঠা: ৭৩-৭৫।]
- দপা। [নজরুল স্বরলিপি,
ত্রয়োদশ খণ্ড, (হরফ প্রকাশনী, মাঘ
১৪১১। জানুয়ারি ২০০৫) -এর ৬ সংখ্যক গান।
পৃষ্ঠা: ১৮-১৯।]
- মা। [সুনির্বাচিত নজরুল গীতির
স্বরলিপি, তৃতীয় খণ্ড, (সাহিত্যম্, বৈশাখ ১৩৮৫) -এর ১০০
সংখ্যক গান।
পৃষ্ঠা: ২১১-২১২।]
- মা। [একশো গানের নজরুল স্বরলিপি,
পঞ্চম খণ্ড, (হরফ প্রকাশনী, পৌষ ১৪০৬। জানুয়ারি ২০০০) -এর
৪৭ সংখ্যক গান।
পৃষ্ঠা: ১০৫-১০৬।]