১৯৪.
রাগ : মিশ্র রাগেশ্রী, তাল : দাদরা
মুখে কেন নাহি বলো আঁখিতে যে কথা কহো
অন্তরে যদি চাহো মোরে তবে কেন দূরে দূরে রহো॥
প্রেম-দীপ শিখা অন্তরে যদি জ্বলে
কেন চাহো তারে লুকাইতে অঞ্চলে
পূজিবে না যদি সুন্দরে রূপ-অঞ্জলি কেন বহো॥
ফুটিলে কুসুম-কলি রহে না পাতার তলে,
কুণ্ঠা ভুলিয়া দখিনা-বায়ের কানে কানে কথা বলে।
যে অমৃত-ধারা উথলে হৃদয় মাঝে
রুধিয়া তাহারে রেখো না হৃদয় লাজে
প্রাণ কাঁদে যার লাগি' তারে কেন বিরহ দহনে দহো॥
ভাবসন্ধান:
১.
প্রকাশ ও
গ্রন্থভুক্তি:
- নজরুল-সঙ্গীত
সংগ্রহ,
(নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ১৯৪
সংখ্যক গান। পৃষ্ঠা: ৬১।
- নজরুল-সঙ্গীত স্বরলিপি, ত্রিশতম
খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, ভাদ্র ১৪১৩।
আগষ্ট ২০০৬)
-এর ২১ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৮০-৮২।
- একশো গানের নজরুল স্বরলিপি,
চতুর্থ খণ্ড, (হরফ প্রকাশনী, পৌষ ১৪০৬। জানুয়ারি ২০০০)
-এর ১৫ সংখ্যক গান।
পৃষ্ঠা:
২২৭-২২৯।
- একশো গানের নজরুল স্বরলিপি, দশম
খণ্ড, (হরফ প্রকাশনী, পৌষ ১৪০৬। জানুয়ারি ২০০০) -এর
৯৬ সংখ্যক গান। পৃষ্ঠা:
২৩৭-২৩৯।
- সুনির্বাচিত নজরুল গীতির স্বরলিপি,
তৃতীয় খণ্ড, (সাহিত্যম্, বৈশাখ ১৩৮৫) -এর ৭৬ সংখ্যক
গান।
পৃষ্ঠা: ১৫২-১৫৪।
- নজরুল সুরলিপি, সপ্তম খণ্ড,
(নজরুল একাডেমী, জানুয়ারি ১৯৮৪) -এর ৭ সংখ্যক গান।
পৃষ্ঠা: ২০-২২।
- নজরুল গীতি, অখণ্ড (আব্দুল আজীজ
আল-আমান, সম্পাদিত)। [হরফ প্রকাশনী, মাঘ ১৪১০। জানুয়ারি ২০০৪]।
কাব্য-গীতি। গান-৬৩০। পৃষ্ঠা: ১৬৩।
২.
রেকর্ড সূত্র :
১৯৫০
খ্রিষ্টাব্দের
অক্টোবর মাসে এইচ.এম.ভি.
রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং- এন.
৩১২৮৩.। শিল্পী ছিলেন সত্য চৌধুরী। সুর করেছিলেন কমল দাশগুপ্ত।
৩. রচনাকাল :
গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না।
১৯৫০
খ্রিষ্টাব্দের
অক্টোবর মাসে এইচ.এম.ভি.
রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
গানটি নজরুল ইসলামের ৫১ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।
৪.
প্রাসঙ্গিক পাঠ :
৫.
সুরকার:
কমল দাশগুপ্ত।
৬.
স্বরলিপিকার :
- এস. এম. আহসান
মুর্শেদ। [নজরুল-সঙ্গীত
স্বরলিপি, ত্রিশতম খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, ভাদ্র
১৪১৩। আগষ্ট ২০০৬)
-এর ২১ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৮০-৮২।]
- ড. ব্রহ্মমোহন ঠাকুর।
[একশো গানের নজরুল
স্বরলিপি, দশম খণ্ড, (হরফ প্রকাশনী, পৌষ ১৪০৬।
জানুয়ারি ২০০০) -এর ৯৬ সংখ্যক গান।
পৃষ্ঠা: ২৩৭-২৩৯।]
- কাজী অনিরুদ্ধ। [সুনির্বাচিত নজরুল
গীতির স্বরলিপি, তৃতীয় খণ্ড, (সাহিত্যম্, বৈশাখ ১৩৮৫) -এর
৭৬ সংখ্যক গান।
পৃষ্ঠা: ১৫২-১৫৪।]
- এস. এম. আহসান
মুর্শেদ। [নজরুল সুরলিপি,
সপ্তম খণ্ড, (নজরুল একাডেমী, জানুয়ারি ১৯৮৪) -এর ৭
সংখ্যক গান।
পৃষ্ঠা: ২০-২২।]
৭.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ:
মিশ্র রাগেশ্রী।
তাল: দাদরা।
পর্যায়:
সুরের অঙ্গ:
গ্রহস্বর:
গা।