১৯৫.
 রাগ : ভীমপলশ্রী, তাল : দাদরা

হৃদয় কেন চাহে হৃদয়, আমি জানি মন জানে
জানে নদী কেন যে সে, যায় ছুটে সাগর পানে॥
কেহ বারি কেন চাহে, জানে চাতক, জানে মেঘ,
জানে চকোর সুদূর নভে, চাঁদ কেন তারে টানে॥
কুসুম কেন চাহে শিশির, জানে শিশির, জানে ফুল,
জানে বুল্‌বুল্‌ আছে কাঁটা, তবু যায় গুল্‌-বাগানে।
আঁখি চাহে আঁখি বারি, মন চাহে মনোব্যথা
প্রাণ আছে যার সেই জানে, কেন চাহে প্রাণে প্রাণে॥

ভাবসন্ধান:

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র : ১৯৩১ খ্রিষ্টাব্দে ডিসেম্বর মাসে টুইন. রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং- এফ.টি. ২৩১৮.। শিল্পী ছিলেন কুমারী শীলা হাজরা। ভীমপলশ্রী-দাদরা।

৩. রচনাকাল : গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩১ খ্রিষ্টাব্দে ডিসেম্বর মাসে টুইন. রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
          গানটি নজরুল ইসলামের ৩২ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।

৪. প্রাসঙ্গিক পাঠ :  

. সুরকার:

৬. স্বরলিপিকার :

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ:  ভীমপলশ্রী।
তাল: দাদরা।
পর্যায়:
সুরের অঙ্গ:

গ্রহস্বর
: