১৯৫.
রাগ : ভীমপলশ্রী,
তাল : দাদরা
হৃদয় কেন চাহে হৃদয়, আমি
জানি মন জানে
জানে নদী কেন যে সে, যায় ছুটে সাগর পানে॥
কেহ বারি কেন চাহে, জানে চাতক, জানে মেঘ,
জানে চকোর সুদূর নভে, চাঁদ কেন তারে টানে॥
কুসুম কেন চাহে শিশির, জানে শিশির, জানে ফুল,
জানে বুল্বুল্ আছে কাঁটা, তবু যায় গুল্-বাগানে।
আঁখি চাহে আঁখি বারি, মন চাহে মনোব্যথা
প্রাণ আছে যার সেই জানে, কেন চাহে প্রাণে প্রাণে॥
ভাবসন্ধান:
১.
প্রকাশ ও
গ্রন্থভুক্তি:
- নজরুল-সঙ্গীত
সংগ্রহ,
(নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ১৯৫
সংখ্যক গান। পৃষ্ঠা: ৬১-৬২।
- নজরুল-সঙ্গীত স্বরলিপি, ত্রয়োদশ
খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, জ্যৈষ্ঠ ১৪০১।
মে ১৯৯৪)
-এর ২৫ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৮৬-৮৮।
- একশো গানের নজরুল স্বরলিপি,
চতুর্থ খণ্ড, (হরফ প্রকাশনী, পৌষ ১৪০৬। জানুয়ারি ২০০০)
-এর ২১ সংখ্যক গান।
পৃষ্ঠা:
৪১-৪২।
- একশো গানের নজরুল স্বরলিপি, দশম
খণ্ড, (হরফ প্রকাশনী, পৌষ ১৪০৬। জানুয়ারি ২০০০) -এর
৪০ সংখ্যক গান। পৃষ্ঠা:
১০৩-১০৫।
- সুনির্বাচিত নজরুল গীতির স্বরলিপি,
তৃতীয় খণ্ড, (সাহিত্যম্, বৈশাখ ১৩৮৫) -এর ২য় গান।
পৃষ্ঠা: ১১-১২।
- সুরছন্দা
(হরফ প্রকাশনী, চৈত্র ১৩৭৯
বঙ্গাব্দ) -এর ২১ সংখ্যক
গান। পৃষ্ঠা: ৬৭-৬৮।
- নজরুল গীতি, অখণ্ড (আব্দুল আজীজ
আল-আমান, সম্পাদিত)। [হরফ প্রকাশনী, মাঘ ১৪১০। জানুয়ারি ২০০৪]।
কাব্য-গীতি। গান-৭৬৯। পৃষ্ঠা:
১৯৯।
- সুর-সাকী (আষাঢ় ১৩৩৯।
৭ জুলাই, ১৯৩২ খ্রিষ্টাব্দ)। [নজরুল-রচনাবলী,
চতুর্থ খণ্ড (বাংলা একাডেমী, জ্যৈষ্ঠ ১৪১৪।
২৫ মে, ২০০৭)] -এর ১৯ সংখ্যক গান (পিলু
খাম্বাজ-কার্ফা)। পৃষ্ঠা: ২৩৩।
২.
রেকর্ড সূত্র :
১৯৩১
খ্রিষ্টাব্দের
ডিসেম্বর মাসে টুইন.
রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং- এফ.টি.
২৩১৮.। শিল্পী ছিলেন কুমারী শীলা হাজরা। ভীমপলশ্রী-দাদরা।
৩. রচনাকাল :
গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না।
১৯৩১
খ্রিষ্টাব্দের
ডিসেম্বর মাসে টুইন.
রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
গানটি নজরুল ইসলামের ৩২ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।
৪.
প্রাসঙ্গিক পাঠ :
- বি.দ্র.: গীতিগ্রন্থের
বাণীর সঙ্গে রেকর্ডের বাণীর কিছুটা পার্থক্য রয়েছে।
[সূত্র:
নজরুল সঙ্গীত নির্দেশিকা।
ব্রহ্মমোহন ঠাকুর (নজরুল
ইন্সটিটিউট, জ্যৈষ্ঠ ১৪১৬। মে ২০০৯)
-এর ২৬১০ সংখ্যক গান।
পৃষ্ঠা:
৭৩২।]
৫.
সুরকার:
৬.
স্বরলিপিকার :
-
সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত
স্বরলিপি, ত্রয়োদশ খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, জ্যৈষ্ঠ ১৪০১।
মে ১৯৯৪)
-এর ২৫ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৮৬-৮৮।]
- ডঃ ব্রহ্মমোহন ঠাকুর।
[একশো গানের নজরুল
স্বরলিপি, দশম খণ্ড, (হরফ প্রকাশনী, পৌষ ১৪০৬।
জানুয়ারি ২০০০) -এর ৪০ সংখ্যক গান।
পৃষ্ঠা: ১০৩-১০৫।]
- কাজী অনিরুদ্ধ। [সুনির্বাচিত
নজরুল গীতির স্বরলিপি, তৃতীয় খণ্ড, (সাহিত্যম্, বৈশাখ ১৩৮৫) -এর
২য় গান।
পৃষ্ঠা: ১১-১২।]
-
কাজী অনিরুদ্ধ। [সুরছন্দা
(হরফ প্রকাশনী, চৈত্র ১৩৭৯
বঙ্গাব্দ) -এর ২১ সংখ্যক
গান। পৃষ্ঠা: ৬৭-৬৮।]
৭.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ:
ভীমপলশ্রী।
তাল: দাদরা।
পর্যায়:
সুরের অঙ্গ:
গ্রহস্বর:
-
পা। [নজরুল-সঙ্গীত
স্বরলিপি, ত্রয়োদশ খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, জ্যৈষ্ঠ ১৪০১।
মে ১৯৯৪)
-এর ২৫ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৮৬-৮৮।]
-
পা। [একশো গানের
নজরুল স্বরলিপি, দশম খণ্ড, (হরফ প্রকাশনী, পৌষ ১৪০৬।
জানুয়ারি ২০০০) -এর ৪০ সংখ্যক গান।
পৃষ্ঠা: ১০৩-১০৫।]
-
মপা। [একশো
গানের নজরুল স্বরলিপি, চতুর্থ খণ্ড, (হরফ প্রকাশনী, পৌষ
১৪০৬। জানুয়ারি ২০০০) -এর ২১ সংখ্যক গান।
পৃষ্ঠা:
৪১-৪২।]
-
মপা। [সুনির্বাচিত
নজরুল গীতির স্বরলিপি, তৃতীয় খণ্ড, (সাহিত্যম্, বৈশাখ ১৩৮৫) -এর
২য় গান।
পৃষ্ঠা: ১১-১২।]
-
মপা। [সুরছন্দা
(হরফ প্রকাশনী, চৈত্র ১৩৭৯
বঙ্গাব্দ) -এর ২১ সংখ্যক
গান। পৃষ্ঠা: ৬৭-৬৮।]