১৯৬.
  রাগ : কাফি মিশ্র, তাল : কাহারবা

শূন্য আজি গুল-বাগিচা যায় কেঁদে দখিন্ হাওয়া।
রাঙা-গুলের বাজার আজি স্মৃতির কাঁটায় ছাওয়া‌॥
ধূলি ঢাকা ফুল-সমাধি আজি সে গুলিস্তানে
ছিল যথায় খুশির জল্‌সা বুল্‌বুলির গজল্‌ গাওয়া॥
শুক্‌নো পাতায় ছেয়েছে আজ সাকির চরণ-রেখা
নাহি সেথায় বঁধুর লাগি' বধুর আসা যাওয়া॥
নাহি মিঠা পানির নহর আছে প'ড়ে বালুচর
এ যেন গো হৃদয়ের ভরা-ডুবির পথ বাওয়া॥

ভাবসন্ধান:

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র : ১৯৩২ খ্রিষ্টাব্দে ডিসেম্বর মাসে টুইন. রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং- এফ.টি. ২৩১৮.। শিল্পী ছিলেন কুমারী শীলা হাজরা।

৩. রচনাকাল : গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩২ খ্রিষ্টাব্দে ডিসেম্বর মাসে টুইন. রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
          গানটি নজরুল ইসলামের ৩৩ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।

৪. প্রাসঙ্গিক পাঠ :  

. সুরকার:

৬. স্বরলিপিকার :

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ: কাফি মিশ্র।
তাল: কাহারবা।
পর্যায়:
সুরের অঙ্গ:
গজল।

গ্রহস্বর
: