১৯৭.
                তাল : দাদ্‌রা
       
বর্ণচোরা ঠাকুর এলো রসের নদীয়ায়
          তোরা দেখ্‌বি যদি আয়
তারে    কেউ বলে শ্রীমতী রাধা কেউ বলে সে শ্যামরায়॥
          কেউ বলে তার সোনার অঙ্গে রাধা-কৃষ্ণ খেলেন রঙ্গে ;
ওগো    কেউ বলে তায় গৌর-হরি কেউ অবতার বলে তায়॥
তার     ভক্ত তারে ষড়ভুজ শ্রী নারায়ণ বলে,
কেউ    দেখেছে শ্রীবাসের ঘরে কেউ বা নীলাচলে।
          দুই হাতে তার ধনুর্বাণ ঠিক যেন শ্রীরাম,
          দুই হাতে তার মোহন বাঁশি যেন রাধা-শ্যাম,
          আর দু'হাতে দণ্ড ঝুলি নবীন সন্ন্যাসীরই প্রায়॥

ভাবসন্ধান:

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র :

৩. রচনাকাল : গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দে ডিসেম্বর মাসে এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
          গানটি নজরুল ইসলামের ৩৮ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।

৪. প্রাসঙ্গিক পাঠ :  

. সুরকার:

৬. স্বরলিপিকার :

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ:
তাল: দাদ্‌রা।
পর্যায়: ভক্তিমূলক গান।
সুরের অঙ্গ:
কীর্তনাঙ্গ।

গ্রহস্বর
: