১৯৮.
          তাল : কাহারবা
রুমঝুম্ রুমঝুম্ রুমঝুম্ ঝুম্‌ঝুম্
নূপুর বাজে আসিল রে প্রিয় আসিল রে॥
            কদম্ব-কলি শিহরে আবেশে
            বাণীর তৃষ্ণা জাগে এলোকেশে
হৃদি ব্রজধাম রস-তরঙ্গে প্রেম-আনন্দে ভাসিল রে॥
            ধরিল রূপ অরূপ শ্রী হরি
            ধরণী হলো নবীনা কিশোরী
চন্দ্রার কুঞ্জ ছেড়ে যেন কৃষ্ণ চন্দ্রমা-গগনে হাসিল রে॥
            আবার মল্লিকা-মালতী ফোটে
            বিরহ-যমুনা উথলি' ওঠে
রোদন ভুলে রাধা গাহিয়া ওঠে সুন্দর মোর ভালোবাসিল রে॥

ভাবসন্ধান:

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র : ১৯৪১ খ্রিষ্টাব্দে আগষ্ট মাসে এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং- এন. ২৭১৬৩.। শিল্পী ছিলেন যূথিকা রায় ও কমল দাশগুপ্ত। (রেকর্ড লেবেলে টাইটেল আছে প্রিয় আসিল রে)
[সূত্র:
এইচ.এম.ভি. কোম্পানীর চুক্তিপত্র-০৬ জুলাই, ১৯৪২ খ্রিষ্টাব্দ।]

৩. রচনাকাল : গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দে আগষ্ট মাসে এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
          গানটি নজরুল ইসলামের ৪২ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।

৪. প্রাসঙ্গিক পাঠ :  

. সুরকার:

৬. স্বরলিপিকার :

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ:
তাল: কাহারবা।
পর্যায়: ভক্তিমূলক গান।
সুরের অঙ্গ:

গ্রহস্বর
: গমা।