১৯৯.
    আরবী সুর, তাল : কাহারবা

পরি' জাফরানি ঘাগরি চলে শিরাজের পরী
ইরানি কিশোরী হেসে' হেসে'॥
চপল চটুল রঙ্গে রঙ্গিলা নৃত্য বিভঙ্গে
চলিছে সহেলি এলোকেশে॥
পাপিয়া পিয়া পিয়া ডাকে শাখে
পিয়া পিয়া পিয়া পিয়া
কাহারে ভালোবেসে॥
মনে সে শিরাজির নেশা লাগায়
আঁখি-ইঙ্গিতে গোলাপ ফোটায়।
তারি সুরে রহি' রহি' বিরহীর রবাব ঝুরে
বুল্‌বুলি পথ ভুলি' ইহারি লাগি' এলো এ দেশে॥

ভাবসন্ধান:

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র : ১৯৩৬ খ্রিষ্টাব্দে অক্টোবর মাসে এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং- এন. ৯৭৮৯.। শিল্পী ছিলেন অনিমা বাদল। সুর করেছিলেন নজরুল ইসলাম।

৩. রচনাকাল : গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দে অক্টোবর মাসে এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
          গানটি নজরুল ইসলামের ৩৭ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।

৪. প্রাসঙ্গিক পাঠ :  

. সুরকার: কাজী নজরুল ইসলাম।

৬. স্বরলিপিকার :

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ:
তাল: কাহারবা।
পর্যায়:
সুরের অঙ্গ:
আরবী সুর।

গ্রহস্বর
: পা।