১৯৯.
আরবী সুর, তাল : কাহারবা
পরি' জাফরানি ঘাগরি চলে শিরাজের পরী
ইরানি কিশোরী হেসে' হেসে'॥
চপল চটুল রঙ্গে রঙ্গিলা নৃত্য বিভঙ্গে
চলিছে সহেলি এলোকেশে॥
পাপিয়া পিয়া পিয়া ডাকে শাখে ─
পিয়া পিয়া পিয়া পিয়া
কাহারে ভালোবেসে॥
মনে সে শিরাজির নেশা লাগায়
আঁখি-ইঙ্গিতে গোলাপ ফোটায়।
তারি সুরে রহি' রহি' বিরহীর রবাব ঝুরে
বুল্বুলি পথ ভুলি' ইহারি লাগি' এলো এ দেশে॥
ভাবসন্ধান:
১.
প্রকাশ ও
গ্রন্থভুক্তি:
- নজরুল-সঙ্গীত
সংগ্রহ,
(নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ১৯৯
সংখ্যক গান। পৃষ্ঠা: ৬২-৬৩।
- নজরুল-সঙ্গীত স্বরলিপি, আটাশতম
খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, আষাঢ় ১৪১৩। জুলাই ২০০৬) -এর
২১ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৬৪-৬৬।
- একশো গানের নজরুল স্বরলিপি,
চতুর্থ খণ্ড, (হরফ প্রকাশনী, পৌষ ১৪০৬। জানুয়ারি ২০০০)
-এর ১২ সংখ্যক গান।
পৃষ্ঠা:
২৪-২৬।
- সুনির্বাচিত নজরুল গীতির স্বরলিপি,
তৃতীয় খণ্ড, (সাহিত্যম্, বৈশাখ ১৩৮৫) -এর ১৪ সংখ্যক
গান।
পৃষ্ঠা: ৩৯-৪০।
- সুরছন্দা
(হরফ প্রকাশনী, চৈত্র ১৩৭৯
বঙ্গাব্দ) -এর ১২ সংখ্যক
গান। পৃষ্ঠা: ৪৩-৪৫।
- নজরুল গীতি, অখণ্ড (আব্দুল আজীজ
আল-আমান, সম্পাদিত)। [হরফ প্রকাশনী, মাঘ ১৪১০। জানুয়ারি ২০০৪]।
কাব্য-গীতি। গান-৪৫২। পৃষ্ঠা:
১১৭।
- বেতার : গীতিকা-ইরানের
স্বপ্ন। সুর-নজরুল ইসলাম।
প্রচার
তারিখ-১৬ মার্চ,
১৯৪০
খ্রিষ্টাব্দ। ২৬ অক্টোবর, ১৯৪০
খ্রিষ্টাব্দ।
২.
রেকর্ড সূত্র :
১৯৩৬
খ্রিষ্টাব্দের
অক্টোবর মাসে এইচ.এম.ভি.
রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং- এন.
৯৭৮৯.। শিল্পী ছিলেন অনিমা বাদল। সুর করেছিলেন নজরুল ইসলাম।
৩. রচনাকাল :
গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না।
১৯৩৬
খ্রিষ্টাব্দের
অক্টোবর
মাসে এইচ.এম.ভি.
রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
গানটি নজরুল ইসলামের ৩৭ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।
৪.
প্রাসঙ্গিক পাঠ :
৫.
সুরকার: কাজী নজরুল ইসলাম।
৬.
স্বরলিপিকার :
- সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত
স্বরলিপি, আটাশতম খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, আষাঢ় ১৪১৩। জুলাই ২০০৬)
-এর ২১ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৬৪-৬৬।]
- কাজী অনিরুদ্ধ।
[সুনির্বাচিত
নজরুল গীতির স্বরলিপি, তৃতীয় খণ্ড, (সাহিত্যম্, বৈশাখ ১৩৮৫) -এর
১৪ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৩৯-৪০।]
- কাজী অনিরুদ্ধ।
[সুরছন্দা
(হরফ প্রকাশনী, চৈত্র ১৩৭৯
বঙ্গাব্দ) -এর ১২ সংখ্যক
গান। পৃষ্ঠা: ৪৩-৪৫।]
৭.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ:
তাল: কাহারবা।
পর্যায়:
সুরের অঙ্গ: আরবী সুর।
গ্রহস্বর:
পা।