২০০.
                   তাল : দাদ্‌রা
        
 নিরুদ্দেশের পথে আমি হারিয়ে যদি যাই
            নিত্য নূতন রূপে আবার আস্‌বো এই হেথায়॥
            চাঁদ্‌নী রাতের বাতায়নে, রইবে চেয়ে' উদাস মনে
            বলবো আমি
হারাইনি গো, নাই ভাবনা নাই
            আকাশ থেকে তারার চোখে তোমার পানে চাই॥
   তুমি    আকুল হয়ে ফিরবে কেঁদে' যে বনপথ বেয়ে'
            ঝরা-মুকুল হয়ে আমি সে-পথ দেব ছেয়ে'।
তোমায়   ভালোবেসে সাধ মেটেনি স্বামী
            মরেও মরতে পারবো না তাই আমি
            দূরে গিয়ে দেখ্‌বো তোমায় কাছে যদি পাই॥

ভাবসন্ধান:

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র : ১৯৩৯ খ্রিষ্টাব্দে জুন মাসে এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং- এন. ১৭৩০৯.। শিল্পী ছিলেন পদ্মরানী গাঙ্গুলী। সুর করেছিলেন কমল দাশগুপ্ত।

৩. রচনাকাল : গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দে জুন মাসে এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
          গানটি নজরুল ইসলামের ৪০ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।

৪. প্রাসঙ্গিক পাঠ :  

. সুরকার:

৬. স্বরলিপিকার :

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ:
তাল: দাদ্‌রা।
পর্যায়:
সুরের অঙ্গ:

গ্রহস্বর
: সা।