২০০.
তাল :
দাদ্রা
নিরুদ্দেশের পথে আমি হারিয়ে যদি যাই
নিত্য নূতন
রূপে আবার আস্বো এই হেথায়॥
চাঁদ্নী
রাতের বাতায়নে, রইবে চেয়ে' উদাস মনে
বলবো আমি
─
হারাইনি গো, নাই ভাবনা নাই
আকাশ থেকে
তারার চোখে তোমার পানে চাই॥
তুমি আকুল হয়ে ফিরবে কেঁদে' যে বনপথ বেয়ে'
ঝরা-মুকুল হয়ে
আমি সে-পথ দেব ছেয়ে'।
তোমায় ভালোবেসে সাধ মেটেনি স্বামী
মরেও মরতে
পারবো না তাই আমি
দূরে গিয়ে
দেখ্বো তোমায় কাছে যদি পাই॥
ভাবসন্ধান:
১.
প্রকাশ ও
গ্রন্থভুক্তি:
- নজরুল-সঙ্গীত
সংগ্রহ,
(নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ২০০
সংখ্যক গান। পৃষ্ঠা: ৬৩।
- নজরুল-সঙ্গীত স্বরলিপি, ত্রিশতম
খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, ভাদ্র ১৪১৩।
আগষ্ট ২০০৬)
-এর ১৬ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৬৩-৬৫।
- নজরুল-স্বরলিপি,
অষ্টম খণ্ড, (হরফ প্রকাশনী,
জুলাই ১৯৯৩) -এর ৬১ সংখ্যক গান।
পৃষ্ঠা:
১৬৭-১৭০।
- সুনির্বাচিত নজরুল গীতির স্বরলিপি,
চতুর্থ খণ্ড, (সাহিত্যম্, আশ্বিন ১৩৮৫। সেপ্টেম্বর ১৯৭৮) -এর
১২ সংখ্যক গান। পৃষ্ঠা: ২৩-২৫।
- নজরুল সুরলিপি, পঞ্চম খণ্ড, (নজরুল
একাডেমী, মে ১৯৮৩) -এর ২য় গান।
পৃষ্ঠা: ৪-৬।
- গানের মালা (কার্তিক ১৩৪১ বঙ্গাব্দ।
২৩ অক্টোবর, ১৯৩৪ খ্রিষ্টাব্দ)। [নজরুল-রচনাবলী,
ষষ্ঠ খণ্ড (বাংলা একাডেমী, ১২ ভাদ্র, ১৪১৪।
২৭ আগস্ট, ২০০৭)] -এর ১০ সংখ্যক গান
(কানাড়া-একতালা)। পৃষ্ঠা: ১৯৮।
- নজরুল গীতি, অখণ্ড (আব্দুল আজীজ
আল-আমান, সম্পাদিত)। [হরফ প্রকাশনী, মাঘ ১৪১০। জানুয়ারি ২০০৪]।
কাব্য-গীতি। গান-৪২৬। পৃষ্ঠা:
১১১।
২.
রেকর্ড সূত্র :
১৯৩৯
খ্রিষ্টাব্দের
জুন মাসে এইচ.এম.ভি.
রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং- এন.
১৭৩০৯.। শিল্পী ছিলেন পদ্মরানী গাঙ্গুলী। সুর করেছিলেন কমল দাশগুপ্ত।
৩. রচনাকাল :
গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না।
১৯৩৯
খ্রিষ্টাব্দের
জুন মাসে এইচ.এম.ভি.
রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
গানটি নজরুল ইসলামের ৪০ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।
৪.
প্রাসঙ্গিক পাঠ :
- বি.দ্র.: গীতিগ্রন্থের
বাণীর সাথে রেকর্ডের বাণীর বেশ কিছু অংশে পার্থক্য রয়েছে।
[সূত্র:
নজরুল সঙ্গীত নির্দেশিকা।
ব্রহ্মমোহন ঠাকুর (নজরুল
ইন্সটিটিউট, জ্যৈষ্ঠ ১৪১৬। মে ২০০৯)
-এর ১৫৪২ সংখ্যক গান।
পৃষ্ঠা:
৪২৩।]
৫.
সুরকার:
-
কমল দাশগুপ্ত। [এইচ.এম.ভি.,
রেকর্ড নং- এন.
১৭৩০৯.। শিল্পী-পদ্মরানী চ্যাটার্জী।]
- কাজী
নজরুল ইসলাম। [নজরুল-স্বরলিপি,
অষ্টম খণ্ড, (হরফ প্রকাশনী,
জুলাই ১৯৯৩) -এর ৬১ সংখ্যক গান।
পৃষ্ঠা:
১৬৭-১৭০।]
৬.
স্বরলিপিকার :
- এস. এম. আহসান
মুর্শেদ। [নজরুল-সঙ্গীত
স্বরলিপি, ত্রিশতম খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, ভাদ্র
১৪১৩। আগষ্ট ২০০৬)
-এর ১৬ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৬৩-৬৫।]
- মনোরঞ্জন সেন। [নজরুল-স্বরলিপি,
অষ্টম খণ্ড, (হরফ প্রকাশনী,
জুলাই ১৯৯৩) -এর ৬১ সংখ্যক গান।
পৃষ্ঠা:
১৬৭-১৭০।]
- কাজী অনিরুদ্ধ।
[সুনির্বাচিত
নজরুল গীতির স্বরলিপি, চতুর্থ খণ্ড, (সাহিত্যম্, আশ্বিন ১৩৮৫। সেপ্টেম্বর
১৯৭৮) -এর ১২ সংখ্যক গান। পৃষ্ঠা:
২৩-২৫।]
- এস. এম. আহসান
মুর্শেদ। [নজরুল
সুরলিপি, পঞ্চম খণ্ড, (নজরুল একাডেমী, মে ১৯৮৩) -এর ২য়
গান। পৃষ্ঠা:
৪-৬।]
৭.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ:
তাল: দাদ্রা।
পর্যায়:
সুরের অঙ্গ:
গ্রহস্বর:
সা।