২০১
    রাগ: তিলং, তাল : ত্রিতাল

অঞ্জলি লহ মোর সঙ্গীতে
প্রদীপ-শিখা সম কাঁপিছে প্রাণ মম
তোমায়, হে সুন্দর, বন্দিতে !  
              সঙ্গীতে সঙ্গীতে

তোমার দেবালয়ে কি সুখে কি জানি
দু'লে দু'লে ওঠে আমার দেহখানি
আরতি
নৃত্যের ভঙ্গীতে। 
          সঙ্গীতে সঙ্গীতে

পুলকে বিকশিল প্রেমের শতদল
গন্ধে রূপে রসে টলিছে টলমল
তোমার মুখে চাহি আমার বাণী যত
লুটাইয়া পড়ে ঝরা ফুলের মত
তোমার পদতল রঞ্জিতে।
        সঙ্গীতে সঙ্গীতে

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র :

৩. রচনাকাল: গানটির সুনির্দিষ্ট রচনাকাল পাওয়া যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দে এইচএমভি কর্তৃক প্রকাশিত রেকর্ড প্রকাশিত হয়। এই সময় কাজী নজরুল ইসলামের বয়স ছিল ৩৬ বৎসর।

৪. প্রাসঙ্গিক পাঠ: 

৫. সুরকার: কাজী নজরুল ইসলাম

. স্বরলিপিকার

. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:  

রাগ: তিলং
তাল:

বিশেষ দ্রষ্টব্য: নজরুল স্বরলিপি   খণ্ড ( হরফ প্রকাশনী, ১লা জানুয়ারি ২০০০ খ্রিষ্টাব্দ)-এ গৃহীত স্বরলিপির সাথে আদ্ধা-কাওয়ালি তাল সম্পর্কে উল্লেখ করা হয়েছে 'কাওয়ালি তাল ত্রিতালের ন্যায় ১৬ মাত্রার তাল। আদ্ধা-কাওয়ালি ৮ মাত্রায় নিবদ্ধ। কবির সুস্থ অবস্থায় প্রকাশিত স্বরলিপি-পুস্তক 'সুরলিপি'র 'পিউ পিউ বোলে পাপিয়া' গানটির স্বরলিপি-ভাগ দ্রষ্টব্য।'  সুর-লিপি (নজরুল ইন্সটিটিউট, অক্টোবর ২০০৫) 'তে 'পিউ পিউ বোলে পাপিয়া' গানটি 'আদ্ধা-কাওয়ালি' তালে নিবদ্ধ এবং তা ৮-মাত্রায় নিবদ্ধ।  নজরুল স্বরলিপি   খণ্ড ( হরফ প্রকাশনী, ১লা জানুয়ারি ২০০০ খ্রিষ্টাব্দ)-এ গৃহীত গানটিও ৮মাত্রায় নিবদ্ধ। নজরুল-সঙ্গীত স্বরলিপি সপ্ত খণ্ড (নজরুল ইনস্টিটিউট, মার্চ ১৯৯ খ্রিষ্টাব্দ)-এ গৃহীত গানটির স্বরলিপিটি ত্রিতালে নিবদ্ধ। কিন্তু শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি [হরফ প্রকাশনী, ২০১১] ও সুনির্বাচিত নজরুল গীতির স্বরলিপি, প্রথম খণ্ড ( অক্টোবর ১৯৭) গানটি নিবদ্ধ ১৬ মাত্রার আদ্ধা-কাওয়ালি।

গ্রহস্বর: