২০১ রাগ: তিলং, তাল : ত্রিতাল অঞ্জলি লহ মোর সঙ্গীতে প্রদীপ-শিখা সম কাঁপিছে প্রাণ মম তোমায়, হে সুন্দর, বন্দিতে ! সঙ্গীতে সঙ্গীতে॥ তোমার দেবালয়ে কি সুখে কি জানি দু'লে দু'লে ওঠে আমার দেহখানি আরতি− নৃত্যের ভঙ্গীতে। সঙ্গীতে সঙ্গীতে॥ পুলকে বিকশিল প্রেমের শতদল গন্ধে রূপে রসে টলিছে টলমল তোমার মুখে চাহি আমার বাণী যত লুটাইয়া পড়ে ঝরা ফুলের মত তোমার পদতল রঞ্জিতে। সঙ্গীতে সঙ্গীতে॥ |
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
২. রেকর্ড সূত্র :
৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
রাগ:
তিলং
তাল:
গ্রহস্বর: